Nadia: পর্যটকদের জন্য সুখবর, মুখ্যমন্ত্রীর অসন্তোষের পরই সব অভয়ারণ্যে প্রবেশমূল্য প্রত্যাহার

Mahadeb Kundu | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 24, 2025 | 7:37 PM

Nadia: ২৪ শে জানুয়ারি থেকে বেথুয়াডহরি অভয়ারণ্যের টিকিট তুলে দেয় বনদফতর। এদিন অভয় অরণ্যের সামনে নোটিস দিয়ে এই ঘোষণা করেন অভয়ারণ্য কর্তৃপক্ষ। নদিয়ার বেথুয়াডহরি অভয়ারণ্যে এতদিন পর্যন্ত পর্যটকদের মাথা পিছু প্রবেশমূল্য ছিল ১০০ টাকা।

Nadia: পর্যটকদের জন্য সুখবর, মুখ্যমন্ত্রীর অসন্তোষের পরই সব অভয়ারণ্যে প্রবেশমূল্য প্রত্যাহার
বেথুয়াডহরি প্রবেশমূল্য ফ্রি
Image Credit source: TV9 Bangla

Follow Us

নদিয়া:  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে প্রশাসনিক মিটিংয়ে বনদফতরের বিভিন্ন টুরিস্ট স্পটে টিকিট নেওয়াকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেন। তারপরেই নড়ে চড়ে বসে বনদফতর। বেথুয়াডহরি অভয়ারণ্যে এতদিন দর্শনার্থীদের জন্য টিকিট ছিল ১০০ টাকা। ১০০ টাকা টিকিট দিয়ে অনেকে ফ্যামিলি নিয়ে এলে অভয়অরণ্য দর্শন না করেই ফিরে যেতেন ।

২৪ শে জানুয়ারি থেকে বেথুয়াডহরি অভয়ারণ্যের টিকিট তুলে দেয় বনদফতর। এদিন অভয় অরণ্যের সামনে নোটিস দিয়ে এই ঘোষণা করেন অভয়ারণ্য কর্তৃপক্ষ।
নদিয়ার বেথুয়াডহরি অভয়ারণ্যে এতদিন পর্যন্ত পর্যটকদের মাথা পিছু প্রবেশমূল্য ছিল ১০০ টাকা। পরিবারে অনেক সদস্য থাকলে, সমস্যায় পড়তেন অনেকেই। উত্তরবঙ্গ সফরে গিয়ে রাজ্যের বিভিন্ন অভয়ারণ্যে ঘুরতে যাওয়া পর্যটকদের থেকে টিকিট নেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ জানুয়ারি বেথুয়াডহরি অভয়ারণ্যের টিকিট পদ্ধতি তুলে দিল বনদফতর। এ দিন অভয়ারণ্যের সামনে নোটিস দেওয়া হয়েছে বন দফতরের পক্ষ থেকে।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক বেথুয়াডহরি অভয়ারণ্যে যান। ১০০ টাকা প্রবেশমূল্য নিয়ে অতীতেও অভিযোগের সুর শোনা গিয়েছিল একাধিক পর্যটকের কণ্ঠে। নতুন এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি পর্যটকরা। অভয়ারণ্যে টিকিট তুলে দেওয়ায় ঘুরতে আসা পর্যটকদের অনেকেই খুশি। অনেকে আবার বলছেন অল্প টাকার টিকিটের বিনিময়ে অভয়ারণ্যটা পর্যটকদের জন্য আরও সুন্দর করে করলে ভাল হয়। এক পর্যটক বলেন, “টিকিট তুলে দিল ঠিক, কিন্তু প্রশ্ন হচ্ছে ঠিক মতো রক্ষণাবেক্ষণ হবে কিনা। না হলে একটা কাজ করা যেত, ওত টাকার টিকিট না করে ন্যূনতম মূল্যের টিকিট করলে অন্ততপক্ষে রক্ষণাবেক্ষণটা ভাল হত।”

Next Article