Nadia: বৃষ্টিতে ভিজেই আলে কাজ করছিলেন, সকাল উদ্ধার স্বামী-স্ত্রীর দেহ

Nadia Electrocution: বুধবার দুপুর ওই দম্পতি জমিতে কৃষি কাজ করতে যান। সেই সময় ব্যাপক বজ্রপাত শুরু হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে,  বজ্রপাতের জেরেই মৃত্যু হয়েছে স্বামী-স্ত্রীর। তখন তাঁরা মাঠে কাজ করতে গিয়েছিলেন। তাঁর সঙ্গে থাকা বাকিরা সে সময়ে মাঠ থেকে চলে এসেছিলেন।

Nadia: বৃষ্টিতে ভিজেই আলে কাজ করছিলেন, সকাল উদ্ধার স্বামী-স্ত্রীর দেহ
শোকস্তব্ধ পরিবারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 18, 2025 | 11:03 AM

নদিয়া: মাঠে কৃষি কাজ করতে গিয়ে নিখোঁজ হয়ে যান দম্পতি। জমির আল থেকে উদ্ধার দুজনের দেহ। পুলিশের প্রাথমিক অনুমান বজ্রপাতে মৃত্যু স্বামী-স্ত্রীর। বৃহস্পতিবার সকালে মাঠে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা দেখতে পান দুজনের দেহ পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ দুজনের মৃতদেহ উদ্ধার করে। ঘটনাটি নদিয়া মুরুটিয়া থানার সিংগাডাঙ্গা সরদারপাড়া এলাকায়। তাঁদের নাম শ্যামল মন্ডল আনুমানিক বয়স ৪৫ বছর স্ত্রী কুসুম মন্ডল আনুমানিক বয়স ৪০ বছর।

সূত্রের খবর, বুধবার দুপুর ওই দম্পতি জমিতে কৃষি কাজ করতে যান। সেই সময় ব্যাপক বজ্রপাত শুরু হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে,  বজ্রপাতের জেরেই মৃত্যু হয়েছে স্বামী-স্ত্রীর। তখন তাঁরা মাঠে কাজ করতে গিয়েছিলেন। তাঁর সঙ্গে থাকা বাকিরা সে সময়ে মাঠ থেকে চলে এসেছিলেন। তাঁরা জানাচ্ছেন, মাঠ থেকে ফেরার সময়ে তাঁরা ডেকেও এসেছিলেন। কিন্তু বৃষ্টিতে ভিজেই মাঠে কাজ করছিলেন তাঁরা। বলেছিলেন,  একেবারে কাজটা সেরেই ফিরে যাবেন। বাকিরা অপেক্ষা না করেই ফিরে আসেন।

বৃহস্পতিবার সকালে ওই গ্রামে কৃষকরা মাঠে কাজ করতে যায় তখন তাদের নজরে আসে যে জমির আলের উপর দুজনের দেহ পড়ে রয়েছে। এরপর তারা মুরুটিয়া থানায় খবর দেয়। মুরুটিয়া থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে দেহ দুটিকে উদ্ধার করে করিমপুর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসক তাদের মৃত বলে জানান। এরপর পুলিশ মৃতদেহ দুটি শক্তিনগর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।