
নদিয়া: দশ বছরের আগের একটা খুনের ঘটনা। ২ অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। আর নির্দেশ শুনেই ভরা এজলাসে সরকারি আইনজীবীকে হুমকি সাজাপ্রাপ্তের। প্রকাশ্যে বলল, “দেখে নেব…”, এখানেই শেষ নয়। বলল, ” যদি কোনওভাবে সুযোগ পায় তাহলে কপালে চরম কষ্ট আছে।” খুনের ঘটনায় সাজা ঘোষণার পর আসামি আদালতে দাঁড়িয়ে পুলিশ এবং সরকারি আইনজীবীকে হুমকি দেওয়ার অভিযোগ।আসামি নয়ন সরকারের বিরুদ্ধে আরও বেশ কটি মামলা আদালতে রয়েছে।
২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় শান্তিপুরের হাসপাতাল সংলগ্ন এলাকার এক পান ব্যবসায়ী দিলীপ বিশ্বাস তাকে তোলা না দেওয়ায় তার মাথায় গুলি করে খুন করে শান্তিপুরের এই কুখ্যাত দুষ্কৃতী নয়ন মণ্ডল ও তার সহযোগী নির্মল দেবনাথ। সেই ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। আর সেই মামলায় প্রায় ১০ বছর পর বুধবার দুই অভিযুক্ত নয়ন সরকার ও নির্মল দেবনাথকে দোষী সাব্যস্ত করে আদালত।
শুক্রবার আনুমানিক বেলা দেড়টা নাগাদ অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছেন রানাঘাট এডিজে আদালত। শুক্রবার এই সাজা ঘোষণার পর রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশীষ মৌর্য ও সরকারি আইনজীবী অপূর্ব কুমার ভদ্র জানান, এই খুনের ঘটনায় দৃষ্টান্তমূলক সাজা ঘোষণা করেছে আদালত, গত ১০ বছর আগে খুনের ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করে ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক। সেই তথ্যের উপর ভিত্তি করেই আদালতে মামলা চলতে থাকে, শুক্রবার তাদের যাবজ্জীবন সাজা ঘোষণা করে রানাঘাট এডিজে আদালত। সাজা ঘোষণার পরই সরকারি আইনজীবীকে প্রকাশ্যে দেখে নেওয়ার হুমকি দিল নয়ন।