Nadia: বাংলাদেশ ফিরে যাওয়ার আগেই পুলিশের জালে অনুপ্রবেশকারী

Nadia: বাংলাদেশি ওই নাগরিকের নাম আনিসা খাতুন, বয়স ২৯ বছর। বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলাতে। অন্যদিকে ধৃত ভারতীয় দালালের নাম হাবিবুর বিশ্বাস।  বুধবার ধৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক মামলা রুজু করে তোলা হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে।

Nadia: বাংলাদেশ ফিরে যাওয়ার আগেই পুলিশের জালে অনুপ্রবেশকারী
বাংলাদেশি অনুপ্রবেশকারীImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 02, 2025 | 1:50 PM

নদিয়া: আবারও পুলিশের জালে গ্রেফতার এক ভারতীয় দালাল সহ এক মহিলা অনুপ্রবেশকারী। তাদের গ্রেফতার করে ধানতলা থানার পুলিশ। বাংলাদেশে ফিরে যাওয়ার আগেই গ্রেফতার। বেশ কিছুদিন আগে তারা ভারতবর্ষে প্রবেশ করেছিল। এখন দেশে ফেরার আগে সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করা হয়। বুধবার রানাঘাট আদালতে তোলা হয়।

এবার এক ভারতীয় দালালের সঙ্গে গ্রেফতার এক মহিলা বাংলাদেশ অনুপ্রবেশকারী। গত এক বছর আগে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে ভারতীয় নথিপত্র তৈরি করে মুম্বইয়ে চলে যায় কর্মসূত্রে, এরপর আবারও বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করলে দালাল সহ ওই মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হয় নদিয়ার ধানতলা থানার পুলিশের হাতে।

জানা গিয়েছে, বাংলাদেশি ওই নাগরিকের নাম আনিসা খাতুন, বয়স ২৯ বছর। বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলাতে। অন্যদিকে ধৃত ভারতীয় দালালের নাম হাবিবুর বিশ্বাস।  বুধবার ধৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক মামলা রুজু করে তোলা হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে। পুলিশের তরফে জানানো হয়, ধানতলা থানার ওই দালালের সহযোগিতায় মহিলা বাংলাদেশি ভারতীয় নথিপত্র তৈরি করে মুম্বইয়ে গিয়েছিল কাজে। রাতে আবারও দালালের সহযোগিতায় বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করলে ধানতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দু’জনকেই একই সঙ্গে গ্রেফতার করে।

স্বভাবতই এখনও পর্যন্ত পুলিশের জালে গ্রেফতার হয়েছে প্রায় পাঁচশোর বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী। পাশাপাশি দালাল চক্রের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদেরকেও রেয়াত করা হয়নি। আগামী দিনও অনুপ্রবেশকারীর বিরুদ্ধে লাগাতার চলতে থাকবে পুলিশের এই অভিযান। তবে যত দিন যাচ্ছে ততই বাংলাদেশি অনুপ্রবেশকারীর বৃদ্ধি হওয়ায় রীতিমতো চিন্তিত জেলা পুলিশ প্রশাসন।