Nadia: ওড়িশায় কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে আটক নদিয়া পরিযায়ী শ্রমিক

Nadia: ওড়িশায় তাঁরা যেখানে কাজ করেন, সেখানে পুলিশ তাঁদেরকে আধার কার্ড দেখতে চায়। আধার কার্ড দেখাতে না পারায় তাদেরকে পুলিশ আটক করে রাখে বলে দাবি পরিবারের। তারা পরিবারকে ফোন করে জানান। তাঁদের পরিবার বাড়ি থেকে আধার কার্ড ছবি তুলে পাঠায়। এখনও পর্যন্ত তারা আটকে রয়েছে বলে জানা গিয়েছে।

Nadia: ওড়িশায় কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে আটক নদিয়া পরিযায়ী শ্রমিক
পরিযায়ী শ্রমিকের বাড়িতে দুশ্চিন্তাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 09, 2025 | 4:53 PM

নদিয়া: ভিন রাজ্যে কাজে গিয়ে বাংলাদেশি হিসাবে আটকে রয়েছে নদিয়ার বেশ কয়েকজন বাসিন্দার। ওড়িশার ঝারসুগুদা জেলার ওরিয়েণ্ট থানা পুলিশ তাদের আটক করে রেখেছে। তারা ফোন করে পরিবারকে জানায়। দুশ্চিন্তায় ও উদ্বেগের মধ্যে রয়েছে পরিবারগুলি।

কালীগঞ্জ থানার হাটগাছা গ্রাম পঞ্চায়েত এলাকার অনন্তপুর, বসরখোলা গ্রাম সহ একাধিক গ্রামের বেশ কিছু মানুষ ভিন রাজ্যে যে কাজে গিয়ে আটকে গিয়েছে। অনন্তপুর গ্রামের একই পরিবারের দুই দাদা ভাই আসাদুল মণ্ডল ৩০ বছর ও আরিফ মন্ডল ২৪ বছর দুই জনই কাজে গিয়েছিল ওড়িশায়।

জানা যাচ্ছে, ওড়িশায় তাঁরা যেখানে কাজ করেন, সেখানে পুলিশ তাঁদেরকে আধার কার্ড দেখতে চায়। আধার কার্ড দেখাতে না পারায় তাদেরকে পুলিশ আটক করে রাখে বলে দাবি পরিবারের। তারা পরিবারকে ফোন করে জানান। তাঁদের পরিবার বাড়ি থেকে আধার কার্ড ছবি তুলে পাঠায়। এখনও পর্যন্ত তারা আটকে রয়েছে বলে জানা গিয়েছে।

বাংলায় এই ধরনের একাধিক ঘটনা ঘটেছে। তা নিয়ে প্রতিবাদে সোচ্চার হন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে দেগঙ্গা, মুর্শিদাবাদের কয়েক জন শ্রমিক বাইরে কাজে গিয়ে এরকমই সমস্যার সম্মুখীন হন। তাঁদের বিএসএফের হাতে হস্তান্তর করেছিল ভিন রাজ্যের পুলিশ। তাঁদের বাংলাদেশি সন্দেহে পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়ে যায়। কিন্তু তারপর জেলা পুলিশ তৎপর হয়ে তাঁদের নিজেদের জেলায় ফেরত পাঠানো হয়।