Nadia suicide: হঠাৎ করেই গঙ্গায় ঝাঁপ, মহিলাকে ভাসতে দেখে ঝাঁপ দিলেন বাবু, তারপরই…

Nadia: স্থানীয় বাসিন্দা বাবু পালের দাবি, হঠাৎই তাঁর চোখের সামনে এক মহিলা গঙ্গায় ঝাঁপ দেন। তাঁকেই ভেসে যেতে দেখেন তাঁরা। তড়িঘড়ি তিনি দেখতে পেয়ে গঙ্গার জলে ঝাঁপ দেন। তারপর প্রাণপণে ওই মহিলাকে জল থেকে উদ্ধার করে ডাঙায় তোলেন সাময়িকভাবে অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা।

Nadia suicide: হঠাৎ করেই গঙ্গায় ঝাঁপ, মহিলাকে ভাসতে দেখে ঝাঁপ দিলেন বাবু, তারপরই...
এই মহিলাই আত্মহত্যার চেষ্টা করেছিলেন Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 24, 2025 | 3:08 PM

নবদ্বীপ: গঙ্গার ঘাটে দাঁড়িয়ে ছিলেন। চোখের সামনেই দেখলেন আচমকা নদীতে ঝাঁপ দিয়েছেন এক মহিলা। এই ঘটনায় স্তম্ভিত হয়ে যান তিনি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপে। জানা গিয়েছে, স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই বৃদ্ধা মহিলা। জল থেকে উদ্ধার করে জীবন ফিরিয়ে দিলেন এক ব্যক্তি। সময় মত উদ্ধার না হলে ঘটে যেত প্রাণহানির মত ঘটনা। ঘটনাটি ঘটে রোদের নবদ্বীপে ভাগীরথী নদীতে। খবর পেয়ে ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

স্থানীয় বাসিন্দা বাবু পালের দাবি, হঠাৎই তাঁর চোখের সামনে এক মহিলা গঙ্গায় ঝাঁপ দেন। তাঁকেই ভেসে যেতে দেখেন তাঁরা। তড়িঘড়ি তিনি দেখতে পেয়ে গঙ্গার জলে ঝাঁপ দেন। তারপর প্রাণপণে ওই মহিলাকে জল থেকে উদ্ধার করে ডাঙায় তোলেন সাময়িকভাবে অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। এরপর কেন ওই মহিলা গঙ্গায় ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করল তা জানার চেষ্টা করে।

পুলিশের প্রাথমিক অনুমান সাংসারিক অশান্তির কারণে এইভাবে আত্মহত্যার চেষ্টা করেছে ওই মহিলা। বর্তমানে অসুস্থ অবস্থায় নবদ্বীপ হাসপাতালে চিকিৎসারত রয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। বাবু বলেন, “আমি দেখছি গঙ্গার ঘাটে অনেক ভিড়। অনেক লোক দাঁড়িয়ে আছেন। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম কী হয়েছে। তখন সকলে বললেন বিষয়টা। তারপরই আমি ঝাঁপ দিয়ে ওই মহিলাকে তুললাম।”