
নদিয়া: অনলাইন বেটিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ যুবককে গ্রেফতার করে বুধবার আদালতে পাঠাল নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে নবদ্বীপ থানা সংলগ্ন এলাকায় অবৈধভাবে অনলাইন গেম চালানোর অভিযোগ উঠছিল। অনলাইন গেমের খপ্পরে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন সাধারণ মানুষ। বিষয়টি জানতে পেরে নবদ্বীপ থানার পুলিশ মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে বাপন সরকার ও মনোজ দেবনাথ নামের দু জনকে গ্রেফতার করে।
ধৃত বাবন সরকার নবদ্বীপ থানার প্রফুল্লনগর এলাকার বাসিন্দা ও মনোজ দেবনাথ প্রতাপনগর এলাকায় বসবাস করেন। ধৃতদের কাছ থেকে দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে পুলিশ।
কিছুদিন আগেও একইভাবে অনলাইন গেমের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছিল নবদ্বীপ থানার পুলিশ। আজ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে নবদ্বীপ পেশ করে পুলিশ। অনলাইন গেম রুখতে আগামী দিনও অভিযান চলবে বলে জানান নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তেওয়ারি।