Nadia: এলাকার লোকেরাই যুক্ত! গৃহস্থের বাড়ির ডাকাতির কিনারা করতে গিয়ে চমকে উঠল পুলিশই

Mahadeb Kundu | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 06, 2024 | 8:42 PM

Nadia: এই ডাকাতির ঘটনায় মূল চক্রান্তকারী বিশ্বজিৎ বিশ্বাস। তবে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে ধৃতরা প্রত্যেকেই ডাকাতির ঘটনায় যুক্ত থাকার কথা শিকার করে নিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Nadia: এলাকার লোকেরাই যুক্ত! গৃহস্থের বাড়ির ডাকাতির কিনারা করতে গিয়ে চমকে উঠল পুলিশই
গ্রেফতার অভিযুক্তরা
Image Credit source: TV9 Bangla

Follow Us

নদিয়া: ডাকাতির এক মাসের অভিযুক্তদের গ্রেফতার পুলিশের। নদীয়ার ফুলিয়ায় গৃহস্থ বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ১ মাসের মধ্যে তদন্ত করে ৬ জন ডাকাতকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ। নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে একমাস ধরে তদন্ত করে। পুলিশের সোর্স কাজে লাগিয়ে এই ৬ জন ডাকাতকে গ্রেফতার করে।

এই বিষয়ে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার জানান, এই ডাকাতির পিছনে ওই গৃহস্থ বাড়ির পরিবারের প্রতিবেশীরা যুক্ত ছিলেন। তবে তথ্য প্রমাণ জোগাড় এবং তদন্ত করতে অনেকটাই বেগ পেতে হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

পুলিশ সূত্রে খবর ধৃত ৬ ডাকাতের নাম চায়না আলি, নৌসাদ আলি,সোয়েল খান, বিশ্বজিৎ বিশ্বাস, বিষ্ণু বসাক, সুরজিৎ সরকার। তাঁদের মধ্যে চায়না আলির বাড়ি রানাঘাটে, নৌসাদ ও সোয়েল খানের বাড়ি উত্তর ২৪ পরগনার দত্তপুকুর এলাকায়, বাকি তিনজনের বাড়ি ফুলিয়া এলাকায়।

তবে পুলিশ সূত্রে খবর, এই ডাকাতির ঘটনায় মূল চক্রান্তকারী বিশ্বজিৎ বিশ্বাস। তবে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে ধৃতরা প্রত্যেকেই ডাকাতির ঘটনায় যুক্ত থাকার কথা শিকার করে নিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজত চেয়ে প্রত্যেককে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article