Nadia: কুকুরকে পিটিয়ে ‘খুন’, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

Nadia: বৃহস্পতিবার  গয়েশপুর নেতাজি বিদ্যামন্দির বালক বিদ্যালয়ে অমানবিক ঘটনা ঘটে। অসুস্থ কুকুরকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে স্কুল ছাত্রদের বিরুদ্ধে।  সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সেই ছবি। বিদ্যালয় প্রাঙ্গণে এভাবে অমানবিক ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রাক্তন ছাত্ররা।

Nadia: কুকুরকে পিটিয়ে খুন, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক
গ্রেফতার প্রধান শিক্ষক ও কেরানিImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 10, 2025 | 2:31 PM

নদিয়া: কুকুরকে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেফতার দুই। গ্রেফতার করা হয়েছে স্কুলের প্রধান শিক্ষক ও কেরানিকে। এই ঘটনায় এক পশু প্রেমিক অভিযোগ দায়ের করেন থানায়। তাঁর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় ওই স্কুলের প্রধান শিক্ষককে। ধৃতদের বৃহস্পতিবার কল্যাণী আদালতে পেশ করা হয়। স্কুলের ছাত্রদের দিয়ে লাঠি দিয়ে পিটিয়ে কুকুরকে খুনের অভিযোগ উঠেছে। বুধবার এই ঘটনা ঘটে গয়েশপুর নেতাজি বিদ্যামন্দিরে। পুলিশ জানিয়েছে, ধৃত প্রধান শিক্ষকের নাম গৌঢ় ভাওয়াল ও কেরানি তারাপদ দাস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  বৃহস্পতিবার  গয়েশপুর নেতাজি বিদ্যামন্দির বালক বিদ্যালয়ে অমানবিক ঘটনা ঘটে। অসুস্থ কুকুরকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে স্কুল ছাত্রদের বিরুদ্ধে।  সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সেই ছবি। বিদ্যালয় প্রাঙ্গণে এভাবে অমানবিক ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রাক্তন ছাত্ররা। বিদ্যালয় থেকে জানা যায়, ওই কুকুরটি স্কুলের এক ছাত্র ও দুই শিক্ষককে কামড়ায় । আর তারপরই এই ঘটনা।

তবে এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুঃখ প্রকাশ করেন। তারপরই এক পশু প্রেমিক প্রধান শিক্ষক ও কেরানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বুধবার বিকালে বাড়ি থেকেই গ্রেফতার করা হয় প্রধান শিক্ষককে। অন্যদিকে এই ঘটনা জানাজানি হতেই বৃহস্পতিবার সকালে কল্যাণীর একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একত্রিত হয়ে যান কল্যানী থানায়। থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। যদিও থানা থেকে বেরোনোর সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হলেও এবিষয়ে মুখ খুলতে চাননি তাঁরা।