Nadia: বাড়িতে ঢুকে গুলি, বৃদ্ধের পিঠ ছুঁয়ে বেরিয়ে গেল বুলেট, কারণ নিয়ে ধোঁয়াশা

Nadia: অন্ধকারে সকলে ওঠার আগেই চম্পট দুষ্কৃতীরা। কে বা কারা বা কতজন এসেছিল? কী কারণে গুলি, তা বুঝে উঠতে পারছে না পরিবারের সদস্যরা। ইজাজুল বা তার পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এসে এক রাউন্ড গুলি চালিয়েছে।

Nadia: বাড়িতে ঢুকে গুলি, বৃদ্ধের পিঠ ছুঁয়ে বেরিয়ে গেল বুলেট, কারণ নিয়ে ধোঁয়াশা
বাড়িতে ঢুকে বৃদ্ধকে গুলিImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 24, 2025 | 2:35 PM

নদিয়া:  ঘুমন্ত অবস্থায় এক বৃদ্ধকে লক্ষ্য করে চলল গুলি চালানোর অভিযোগ। আতঙ্কে এলাকার মানুষ। নদিয়া চাকদহের নিউলিয়া এলাকার ঘটনা। সকালে পুলিশ এসে ঘর থেকে গুলির খোল উদ্ধার করে তদন্ত শুরু করেছে। কী কারণে গুলি, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

জানা গিয়েছে, নদিয়া জেলার চাকদহ ব্লকের দুবড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নেউলিয়া বিল পাড়ের বাসিন্দা ইজাজুল মন্ডল নামে আনুমানিক বছর
৬০ বছর তাঁর নিজের ঘরে ঘুমোচ্ছিলেন। বুধবার মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। মশারির ভেতর শুয়ে থাকা ইজাজুল মন্ডলের পিঠ ছুঁয়ে বেরিয়ে যায় একটি গুলি। ফলে প্রাণে বেঁচে জান ইজাজুল। গুলির শব্দে ঘুম ভেঙে যায় বাড়ির অন্যান্য সদস্যদের।

অন্ধকারে সকলে ওঠার আগেই চম্পট দুষ্কৃতীরা। কে বা কারা বা কতজন এসেছিল? কী কারণে গুলি, তা বুঝে উঠতে পারছে না পরিবারের সদস্যরা। ইজাজুল বা তার পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এসে এক রাউন্ড গুলি চালিয়েছে। গুলি ইজাজুলের পিঠ ছুঁয়ে বেরিয়ে গিয়েছে। এর পর তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। তাঁর পিঠে ছুঁয়ে যাওয়া গুলির ক্ষত জায়গা প্রাথমিক চিকিৎসা করে চিকিৎসকরা ব্যান্ডেজ করে ছেড়ে দেন।

এই ঘটনায় চাকদা থানার পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।