Nadia: ছাত্রীকে কটূক্তি করাকে কেন্দ্র করে উত্তেজনা, বোমাবাজির অভিযোগ

Nadia: সূত্রে জানা  গিয়েছে, চাপড়া থানা এলাকার একটি স্কুল থেকে পড়ে বাড়ি ফেরার সময় এক ছাত্রীকে কটুক্তি করে চাপড়া এলাকার এক যুবক। ওই ছাত্রী বাড়ি ফিরে সমস্ত বিষয়টি জানায় তার পরিবারকে। এরপর ছাত্রীর পরিবার ও এলাকার মানুষ ওই এলাকায় গিয়ে অভিযুক্ত যুবককে অপহরণ করে বলে অভিযোগ।

Nadia: ছাত্রীকে কটূক্তি করাকে কেন্দ্র করে উত্তেজনা, বোমাবাজির অভিযোগ
এলাকায় উত্তেজনাImage Credit source: TV9 Bangla

| Edited By: Sharath S

May 16, 2025 | 4:39 PM

নদিয়া: স্কুল থেকে বাড়ি ফেরার সময় এক ছাত্রীকে কটূক্তি করাকে কেন্দ্র করে উত্তেজনা। শুরু হয় বোমাবাজি। বোমাবাজি ঘটনার পর বুধবার রাতে অভিযান চালিয়ে আট জনকে গ্রেফতার করে চাপড়া থানার পুলিশ। বোমাবাজি ঘটনাটি ঘটে নদিয়ার নাকাশিপাড়া থানার বীরপুর এলাকায়।

সূত্রে জানা  গিয়েছে, চাপড়া থানা এলাকার একটি স্কুল থেকে পড়ে বাড়ি ফেরার সময় এক ছাত্রীকে কটুক্তি করে চাপড়া এলাকার এক যুবক। ওই ছাত্রী বাড়ি ফিরে সমস্ত বিষয়টি জানায় তার পরিবারকে। এরপর ছাত্রীর পরিবার ও এলাকার মানুষ ওই এলাকায় গিয়ে অভিযুক্ত যুবককে অপহরণ করে বলে অভিযোগ। যুবককে অপহরণ করা হয়েছে এই ঘটনা জানতে পেরে যুবকের পরিবার ও চাপড়া এলাকার মানুষ ওই ছাত্রীর বাড়ি নাকাশিপাড়া থানা এলাকায় গিয়ে বোমাবাজি করে বলে অভিযোগ।

এরপর এলাকায় ব্যাপক উত্তেজনা হয়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষ। ঘটনার পর ভয়ে কেউ মুখ খুলতে চাননি তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে নাকাশিপাড়া থানার ও চাপড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়া। পাশাপাশি বোমাবাজি ও ছাত্রীকে কটূক্তির ঘটনায় কমপক্ষে আট জনকে গ্রেফতার করে চাপড়া থানা পুলিশ।

শুক্রবার মাধ্যমিকের রেজাল্ট। সবার আগে রেজাল্ট জানতে এখনই নথিভুক্ত করে ফেলুন এই ফর্মে-