Nadia: গাড়ি পাচার চক্রের সঙ্গে জড়িত ট্রাফিকের ওসি, বিস্ফোরক অভিযোগ চাকদহের শিবশঙ্কর

Nadia: অভিযোগকারী শিব শঙ্কর সিংহের দাবি, গত কয়েকদিন আগে তার পরিচিত বন্ধু দেবাশিস দেবনাথ তাঁর বুলেট গাড়িটি চেয়েছিলেন বিশেষ প্রয়োজনের জন্য, কিন্তু বেশ কিছুদিন হয়ে গেলেও সেই বাইক আর ফেরত দেয়নি তাঁকে।

Nadia: গাড়ি পাচার চক্রের সঙ্গে জড়িত ট্রাফিকের ওসি, বিস্ফোরক অভিযোগ চাকদহের শিবশঙ্কর
ডান দিকে অভিযোগকারীImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 13, 2025 | 10:32 PM

নদিয়া:  গাড়ি পাচার চক্রের সঙ্গে জড়িত ট্রাফিক পুলিশ আধিকারিক। বিস্ফোরক অভিযোগ নদিয়ার চাকদহ থানার বিবেকানন্দ পল্লির বাসিন্দা শিবশঙ্কর সিংহের। মোটর বাইক ফেরত চাইতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। বিচার চেয়ে ওসি ট্রাফিক পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায়।

অভিযোগকারী শিব শঙ্কর সিংহের দাবি, গত কয়েকদিন আগে তার পরিচিত বন্ধু দেবাশিস দেবনাথ তাঁর বুলেট গাড়িটি চেয়েছিলেন বিশেষ প্রয়োজনের জন্য, কিন্তু বেশ কিছুদিন হয়ে গেলেও সেই বাইক আর ফেরত দেয়নি তাঁকে। পরবর্তীতে জানতে পারেন বুলেট গাড়িটির একাধিক অংশ পরিবর্তন করে পাচার করার চেষ্টা করা হচ্ছে, সেই মোতাবেক চাকদহ ট্রাফিক গার্ডের ওসি কুন্তল অধিকারীকে লিখিতভাবে জানান তিনি। পরবর্তীতে এই ঘটনার তদন্ত শুরু করে ট্রাফিক ওসি।

অভিযোগ গাড়ি পাচারকারীদের সঙ্গে যুক্ত হয়ে ট্রাফিক ওসি, মোটা অঙ্কের টাকা নিয়ে তাঁকে অসহযোগিতা করেন। পরবর্তীতে অফিসে ডাক করিয়ে রীতিমতো গালিগালাজ করতে থাকেন তাঁকে এবং আইনি ভয় দেখিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেখানো হয়, পাশাপাশি শারীরিক নিগ্রহ করা হয় বলে অভিযোগ।

শিব শঙ্কর সিংয়ের বক্তব্য,  “অবিলম্বে ওই ট্রাফিক ওসির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন। কারণ গাড়ি পাচার চক্রের সঙ্গে  যুক্ত রয়েছে ওই ট্রাফিক ওসি। পুলিশ প্রশাসন যদি তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করে, তাহলে আইনের পথেই হাঁটব।” এই নিয়ে পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।