
শান্তিপুর: চারচাকা গাড়ি করে নবদ্বীপ গঙ্গায় স্নান করতে নেমেছিলেন দুই ভাই। সঙ্গে ছিলেন আরও চারজন। দু’জনকে প্রথমে উদ্ধার করলেও আরও ভাই নিখোঁজ ছিল। পরপর দু’দিনে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করল পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম নিলেশ বিশ্বাস (২৫)। তাঁর বাড়ি মাঝদিয়া রেলবাজার এলাকায়। স্থানীয় সূত্রের খবর, গত বৃহস্পতিবার দুপুরে মাঝদিয়া রেলবাজার এলাকা থেকে তারা স্নান করতে আসে নবদ্বীপের শ্রীবাস অঙ্গন ঘাটে। চালকসহ মোট চারজন ছিলেন। কিন্তু স্নান করতে নেমে নিলয় বিশ্বাস এবং নিলেশ বিশ্বাস নামে দুই ভাই। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ। ঘটনাস্থলে আসে বিপর্যয় মোকাবেলা বাহিনীর এক প্রতিনিধি দল। তারা বেশ কয়েকদিন ধরে ওই দুটি মৃতদেহ খোঁজার চেষ্টা করছিল।
জানা গিয়েছে, নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর কাছে একটি দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর দেহটি উদ্ধার করে নিয়ে আসে। পরবর্তীকালে পরিবারের লোকজন সনাক্ত করে যে দুই ভাই জলে তলিয়ে গিয়েছিল তাদের মধ্যে ওই যুবকের দেহ ছোট ভাইয়ের। ওই মৃতদেহটি ছিল নিলয় বিশ্বাসের। এবার শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের মেথিরডাঙা এলাকার গঙ্গা থেকে আরও এক ভাইয়ের মৃতদেহ উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। এলাকার বাসিন্দারা ওই দেহটি ভাসতে থাকতে দেখেন। এরপরই খবর দেওয়া হয় শান্তিপুর থানায়।
শান্তিপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পাশাপাশি পরিবারের কাছে খবর পাঠালে তার বাবা এসে ঘটনাস্থলে গিয়ে ছেলের দেহ সনাক্ত করে। মৃতদেহটি আজ ময়না তদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠানো হয়।