Nadia: সোনার দোকানে এসে দেড় লক্ষ টাকার গয়না বিক্রি করে যায়, বাড়ি পৌঁছানোর আগেই ধরা পড়ল জালে

Nadia: গত বৃহস্পতিবার সন্ধ্যায় হরিণঘাটা বাজারেরএকটি সোনার গয়নার দোকানে যান ওই দুই ব্যক্তি। তাঁরা প্রায় দেড় লক্ষ টাকার মূল্যের বেশ কয়েকটি গয়না সোনা হিসাবে বিক্রি করেন। সন্দেহ হওয়ায় দোকানদার গয়নাগুলি পরীক্ষা করে দেখেন, যার অধিকাংশই ছিল তামার তৈরি এবং শুধুমাত্র উপরে সোনার প্রলেপ দেওয়া ছিল।

Nadia: সোনার দোকানে এসে দেড় লক্ষ টাকার গয়না বিক্রি করে যায়, বাড়ি পৌঁছানোর আগেই ধরা পড়ল জালে
গ্রেফতার দুই অভিযুক্তImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 20, 2025 | 11:08 PM

নদিয়া: নকল সোনা বিক্রি করতে এসে ধরা পড়ল দুই প্রতারক। ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটার মোল্লাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের যমুনাপার এলাকায়। অভিযুক্ত দুই ব্যক্তির নাম দেবরাজ দত্ত, তিনি খড়দহের বাসিন্দা, অপরজন ইমতাদুল মন্ডল স্থানীয় বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় হরিণঘাটা বাজারেরএকটি সোনার গয়নার দোকানে যান ওই দুই ব্যক্তি। তাঁরা প্রায় দেড় লক্ষ টাকার মূল্যের বেশ কয়েকটি গয়না সোনা হিসাবে বিক্রি করেন। সন্দেহ হওয়ায় দোকানদার গয়নাগুলি পরীক্ষা করে দেখেন, যার অধিকাংশই ছিল তামার তৈরি এবং শুধুমাত্র উপরে সোনার প্রলেপ দেওয়া ছিল। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হরিণঘাটা থানায়। হরিণঘাটা থানার অভিযোগ দায়ের করেন দোকানের কর্ণধার। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে হরিণঘাটা থানার পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে, দুই ব্যক্তিকে আটক করে এবং থানায় নিয়ে যায়। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, এর পেছনে আরও কেউ জড়িত থাকতে পারে। পুরো চক্রের খোঁজে তদন্ত শুরু করেছে হরিণঘাটা থানার পুলিশ।

শুক্রবার অভিযুক্তদের কল্যাণীর মহকুমা আদালতে পেশ করা হলে আদালত তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ধরনের প্রতারণা এর আগেও ঘটেছে আশেপাশের এলাকায়। তাই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে।