Nadia: খেলতে খেলতে ঘাট থেকে সরে গিয়েছিল কিছুটা দূরে, ভাগীরথীতে তলিয়ে গেল দুই নাবালক

Nadia: প্রতিদিনের মতোই স্টিমার ঘাটে শান্তিপুর এলাকার কিছু মানুষ স্নান করছিলেন। ঠিক তখনই দুই শিশু গেঞ্জি খুলে স্নান করতে নদীতে নামে। 

Nadia: খেলতে খেলতে ঘাট থেকে সরে গিয়েছিল কিছুটা দূরে, ভাগীরথীতে তলিয়ে গেল দুই নাবালক
নদীতে তলিয়ে গেল দুই নাবালক Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 23, 2024 | 2:50 PM

নদিয়া:   স্নান করতে নেবে ভাগীরথী নদীর জলে তলিয়ে গেল দুই শিশু। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য নদিয়ার শান্তিপুর থানার স্টিমার ঘাটের। শিশুদের খোঁজে ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই স্টিমার ঘাটে শান্তিপুর এলাকার কিছু মানুষ স্নান করছিলেন। ঠিক তখনই দুই শিশু গেঞ্জি খুলে স্নান করতে নদীতে নামে।  প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দীর্ঘক্ষণ দুটো বাচ্চা ভাগীরথী নদীর ঘাটে স্নান করছিল, খেলা করছিল। কিন্তু খেলতে খেলতে ঘাট থেকে অনেকটা দূরে হঠাৎ সরে যায় তারা।

আশপাশে যারা স্নান করছিলেন, তা নিষেধও করেন। কিন্তু বাচ্চারা খেলতে মগ্ন ছিল।  বারবার জলে  ডুব দিতে থাকে তারা। হঠাৎই তলিয়ে যায়। খবর জানাজানি হতেই ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী, দু’জনই নাবালক। বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছরের মধ্যে হবে। তবে তাদের পরিচয় সম্পর্কে কিছুই জানাতে পারেননি কেউ। তবে  অনুমান করা হচ্ছে,  ওই দুই শিশু স্টিমার ঘাট সংলগ্ন এলাকার না হলেও শান্তিপুরের বাসিন্দা হয়ে থাকবে তারা। পুলিশ ওই দুই নাবালকের পরিচয় জানার চেষ্টা করছে।  ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি।