
চাকদহ: আড্ডা মারতে গিয়ে যুবকের সঙ্গে বচসা বন্ধুদের। কথা কাটাকাটি সৃষ্টি হতেই আচমকাই বুকে ছুরি মারার অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু যুবকের। নদিয়ার চাকদহ স্টেশন সংলগ্ন ঘোড়া স্ট্যান্ড এলাকার ঘটনা। মৃতের নাম রাজিব দেবনাথ (৩৫)। বাড়ি চাকদহ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিদ্যার্থী ক্লাব সংলগ্ন এলাকায়।
অভিযোগ, রাজিব পেশায় সারমেয় ব্যবসায়ী। পরিবারের দাবি, শুক্রবার রাত্রি সাড়ে এগারোটা নাগাদ চাকদহ স্টেশন সংলগ্ন ঘোড়া স্ট্যান্ড এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে গিয়েছিলেন। অভিযোগ, সেখানে যাওয়ার পর আচমকাই বচসা বাধে। তখনই ধারাল অস্ত্র দিয়ে রাজিবের বুকে ছুরি মারার অভিযোগ ওঠে বন্ধুদের বিরুদ্ধে। খবর পেয়ে চাকদহ থানার পুলিশ গিয়ে গুরুতর আহত রাজিব দেবনাথকে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
মৃত যুবকের মা পদ্মা দেবনাথের অভিযোগ, “আমার ছেলের বিয়ে হয়েছে প্রায় সাত বছর আগে। তবে বিয়ে করার পর আমাদের সঙ্গে থাকতেন না। ব্যবসায়িক কারণে অনেকের কাছে টাকা পেত শুনেছি। সেই কারণেই হয়ত ছেলেকে খুন হতে হয়েছে।”
যদিও, পুলিশের প্রাথমিক অনুমান ব্যক্তিগত শত্রুতার কারণে ঘটনাটি ঘটেছে। তবে মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।