
নদিয়া: পাকিস্তান ইস্যুতে যখন কড়া অবস্থান নিচ্ছে ভারত। সেই সময় আবার ভারতীয় ভূ-খণ্ডে বেআইনি অনুপ্রবেশের বিরুদ্ধে বিশেষ অভিযান পুলিশের। গ্রেফতার এক বাংলাদেশি।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে নদিয়ার হাঁসখালি থানা পুলিশের একটি বিশেষ দল আইবিবিআরের কাছে হাঁসখালি থানা, রামনগর জিপির নিমতলা বাজার মোড়ের কাছে একজন বাংলাদেশি ওই মহিলাকে গ্রেফতার করে। অভিযুক্তের নাম ফরিদা খাতুন (৩৫)। তিনি যশোরের বাসিন্দা। অভিযুক্তকে জেরা করে জানতে পারে ওই মহিলা বাংলাদেশি নাগরিক। প্রায় আট মাস আগে উত্তর ২৪ পরগনা দিয়ে ভারতে আসে। এরপর মুম্বই যান তিনি।
এরপর বৃহস্পতিবার অভিযুক্ত মহিলা ভারতীয় দালালদের সরাসরি সহায়তায় বেআইনিভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে হাঁসখালি থানা এলাকায় পৌঁছয়। গোটা ঘটনায় হাঁসখালি থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠায় পুলিশ। তবে এই ঘটনায় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। অনুপ্রবেশকারী ওই মহিলার সঙ্গে আরও কেউ ভারতের প্রবেশ করেছে কি না এবং কোন দালালের মধ্যে দিয়ে সে ভারতে প্রবেশ করেছে সবটাই খতিয়ে দেখা হচ্ছে।