Nadia: বাড়িতে ঢুকে মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

Physical harassment: পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৭ তারিখ নির্যাতিতা মহিলার বাবা-মা বাইরে ছিলেন। সেই সুযোগে অভিযুক্ত ওই যুবক তাঁর বাড়িতে ঢোকে। এরপর মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। তখনই অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। পরে ওই মহিলা চাপড়া থানায় অভিযোগ দায়ের করেন।

Nadia: বাড়িতে ঢুকে মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক
নদিয়ায় ধর্ষণের অভিযোগImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 11, 2025 | 10:06 PM

চাপড়া: বাড়িতে ছিল না কেউ। তখনই এক মহিলাকে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার এক যুবক। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানা এলাকায়। মহিলার অভিযোগের ভিত্তিতে এক যুবককে সোমবার রাতে গ্রেফতার করেছে চাপড়া থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৭ তারিখ নির্যাতিতা মহিলার বাবা-মা বাইরে ছিলেন। সেই সুযোগে অভিযুক্ত ওই যুবক তাঁর বাড়িতে ঢোকে। এরপর মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। তখনই অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। পরে ওই মহিলা চাপড়া থানায় অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, অভিযুক্ত যুবক বিদেশে পালাতে চেয়েছিলেন। তবে তার আগেই মোবাইলের সূত্র ধরে দমদম এয়ারপোর্ট লাগোয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে মঙ্গলবার কৃষ্ণনগর জেলার দায়ের আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।

অভিযোগকারিনীর গোপন জবানবন্দির জন্য আদালতে পাঠিয়েছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবক কর্মসূত্রে দীর্ঘদিন বিদেশে ছিলেন। তারপর সম্প্রতি বাড়ি ফিরেছিলেন তিনি। আর বাড়ি ফিরতেই চাপড়া থানার এলাকার এই মহিলাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। নির্যাতিতা বলেন, “আমার বাড়িতে আসে। তারপর আমায় মেরে ফেলে দেওয়ার ভয় দেখায়। তারপর আমাকে ধর্ষণ করে। এই সব কথা আমি পরিবারকে বলি। তারপর বাড়ির লোক কেস করে।”