নদিয়া: ২০১৮-তে জিতেছিল বিজেপি। তবে এইবার সেই বুথ পুনরুদ্ধার করে তৃণমূল। আর সেই আনন্দেই ধরাকে যেন সরা জ্ঞান করার জোগাড়! বিজেপি প্রার্থীর খামারের ১০০টি বেশি মুরগিকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও, অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
জানা গিয়েছে, গত ১১ জুলাই রেজাল্ট বের হয়। সেখানে দেখা যায় গৌরীশাইল বুথটি তৃণমূল পুনরুদ্ধার করে। সেই রাতেই এলাকায় বিজয় মিছিল করে তৃণমূল। আবির খেলা ও বাজি ফাটাতে-ফাটাতে উল্লাস করতে থাকেন। তখনই ওঠে অভিযোগ।
প্রাক্তন বিজেপি পঞ্চায়েত সদস্য ভাগ্যশ্রী বিশ্বাসের মুরগি ফার্মের গেট ভেঙে জলের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ভাগ্যশ্রী দেবীর বক্তব্য, সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখেন বেশ কয়েকটি মুরগি ছটফট করছে। আরও বেশ কয়েকটি মুরগি পড়ে রয়েছে।
ভাগ্যশ্রী বিশ্বাস বলেন, “আমার স্বামী অসুস্থ। রোজগার বলতে এই খামার। এই দিয়েই সংসার চলে।” এ দিকে, এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। অপরদিকে, তৃণমূল গ্রাম পঞ্চায়েতের নতুন সদস্য ফাল্গুনী মণ্ডল বলেন, “আমরা কাউকে দোষারোপ করতে পারব না। আমি বিষয়টি শোনার পর গিয়েছিলাম। তবে তদন্ত করলেই বোঝা যাবে কারা ঘটনাটা ঘটিয়েছে।”