Nadia: স্কুল থেকে লাগাতার চুরি, অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার অভিভাবকরা

Nadia: ঘটনাটি ঘটেছে নদিয়ার বাদকুল্লা প্রাইমারি অ্যাকাডেমি বিদ্যালয়ে। অভিভাবকদের অভিযোগ, শিশুরা স্কুলে আসলে তাদের পড়াশুনার আসবাবপত্র চুরি হয়ে যাচ্ছে। সেই কথাই আজ তাঁরা জানিয়েছিলেন স্কুলের এক কর্মীকে।

Nadia: স্কুল থেকে লাগাতার চুরি, অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার অভিভাবকরা
এ কী ঘটনা কাণ্ডImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 26, 2025 | 9:12 PM

নদিয়া: দীর্ঘদিন ধরেই স্কুল থেকে চুরি যাচ্ছে। পঠন-পাঠন চলার সময় চুরি হয়ে যাচ্ছে খাতা পেন সহ অন্যান্য শিক্ষার সামগ্রী। কেন এমন ঘটনা ঘটছে? তার নিন্দা জানিয়ে বিদ্যালয়ের ভেতরে ঢুকে প্রতিবাদে সরব হয় অভিভাবকরা।

ঘটনাটি ঘটেছে নদিয়ার বাদকুল্লা প্রাইমারি অ্যাকাডেমি বিদ্যালয়ে। অভিভাবকদের অভিযোগ, শিশুরা স্কুলে আসলে তাদের পড়াশুনার আসবাবপত্র চুরি হয়ে যাচ্ছে। সেই কথাই আজ তাঁরা জানিয়েছিলেন স্কুলের এক কর্মীকে। অভিযোগ, ওই কর্মী অভিভাবকদের পুলিশে দেওয়ার হুমকি দেখায়। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে অভিভাবকরা। কেন বিদ্যালয় থেকে বাচ্চাদের খাতা পেন চুরি হবে? এই প্রশ্নই করতে থাকেন তাঁরা।

এরপর তাঁদের দাবি, এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কড়া ব্যবস্থা না নিলে আগামী দিন থেকে বিদ্যালয়ে পঠন-পাঠনের জন্য বাচ্চাদের আর পাঠানো হবে না। এক অভিভাবক বলেন, “আমি রান্নার মাসির কাছে গিয়েছি। প্রশ্ন করেছি যে এমন একটা খাতা চুরি গেছে আমার বাচ্চার। তোমার নাম উঠে আসছে। সঙ্গে-সঙ্গে বলছে আমায় নাকি পুলিশে দেবে। এরপর আরও লোকজন এসে আমায় হেনস্থা করেন। প্রায় একমাসের বেশি সময় ধরে এই চুরি যাচ্ছে।”