চাপড়া: নদিয়ার কুখ্যাত দুষ্কৃতী ও সমাজবিরোধী হাত কাটা মাসুদকে খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম খোকন মোল্লা। বাড়ি নদিয়ার চাপড়া থানা এলাকার রানাবনদে। পুলিশ সূত্রে, এই খোকনও ছিল হাত কাটা মাসুদের সাগরেদ। মাসুদের খুনের ঘটনার পর থেকেই এলাকা থেকে চম্পট দিয়েছিল খোকন। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়ে রেখেছিল। শেষে হাওড়া জেলা থেকে খোকনকে গ্রেফতার করেছে চাপড়া থানার পুলিশ। শনিবার অভিযুক্তকে কৃষ্ণনগর আদালতে পেশ করা হয়েছে। প্রাথমিকভাবে পুুলিশ সূত্রে জানা যাচ্ছে, জেরার মুখে খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত।
প্রসঙ্গত, এর আগেও একবার গ্রেফতার হয়েছিল খোকন। নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের অভিযোগে তাকে গ্রেফতার করেছিল পুলিশ। জানা যাচ্ছে, সেই সময় তিন বছর জেলে ছিল এই ব্যক্তি। পরে আবার জামিন পেয়ে গিয়েছিল। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, নিষিদ্ধ কাশির সিরাপ ছিনতাই করেছিল খোকন ও হাত কাটা মাসুদ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সেই টাকার ভাগাভাগি নিয়ে ঝামেলা এবং সেই থেকেই মাসুদকে খুন করা হয়েছিল বলে অনুমান পুলিশের।
এই খুনের ঘটনায় এখনও পর্যযন্ত মোট চার জনকে গ্রেফতার করেছে চাপড়া থানার পুলিশ। আজ মূল অভিযুক্ত খোকন মোল্লাকে আদালতে পেশ করে সাত দিনের জন্য নিজেদের হেফাজতে নিতে আবেদন জানায় পুলিশ। অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে আরও বিশদে জেরা করে এই খুনের নেপথ্য রহস্য উদ্ঘাটন করতে চাইছেন পুলিশের তদন্তকারী অফিসাররা।
গত ডিসেম্বরে চাপড়া থানা এলাকার একটি ইঁটভাটা সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয়েছিল হাত কাটা মাসুদের দেহ। গুলিবিদ্ধ অবস্থায় পড়ে ছিল মাসুদের দেহ।