Nadia: এ আর এক যুদ্ধ, ৩ কোটির হেরোইন উদ্ধার করল বাংলার পুলিশ
Nadia: ধৃত আরশাদুল শেখের বাড়ি মালদহে। এর আগেও একবার হেরোইন-সহ গ্রেফতার করা হয়েছিল তাঁকে। কোথা থেকে এই হেরোইন আনা হয়েছে এবং কাকে বিক্রি করার কথা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

কৃষ্ণনগর: মাদকের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ। বিশেষ অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হল ২ কেজি ৯৬৯ গ্রাম হিরোইন। যার বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা। পলাশিপাড়া থানা এলাকা থেকে হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, পলাশিপাড়া থানার কাবলি খালি ব্রিজের কাছে পুলিশের নাকা চেকিং চলছিল। সেই সময় আরশাদুল শেখ নামে এক যুবকের কাছ থেকে এই বিপুল পরিমাণে হিরোইন বাজেয়াপ্ত করে পুলিশ। এছাড়াও বাজেয়াপ্ত করা হয় অন্যান্য আসবাবপত্র। গ্রেফতার করা হয় ওই যুবককে। প্রায় ৩ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্তকে বড়সড় সাফল্য বলে মনে করছে কৃষ্ণনগর জেলা পুলিশ।
এই নিয়ে শনিবার জেলা পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করা হয়। জেলা পুলিশের আধিকারিকরা বলেন, এর আগেও হেরোইন বাজেয়াপ্ত হয়েছে। কিন্তু, সাম্প্রতিককালে পলাশিপাড়া থানা এলাকায় এত টাকার হেরোইন উদ্ধার হয়নি। ধৃত আরশাদুল শেখের বাড়ি পলাশিপাড়াতেই। এর আগেও একবার হেরোইন-সহ গ্রেফতার করা হয়েছিল তাঁকে। কোথা থেকে এই হেরোইন আনা হয়েছে এবং কাকে বিক্রি করার কথা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রে আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা জানার চেষ্টা করা হবে।
এই এলাকায় বিভিন্ন সময় হেরোইন বাজেয়াপ্তর ঘটনায় প্রশ্ন উঠছে, কারা কিনছে এই মাদক? এলাকার অনেক যুবক এই মাদক চক্র জড়িত বলে অভিযোগ। পুলিশের বক্তব্য, এই মাদক চক্র ভাঙা সবসময় শুধু পুলিশের পক্ষে সম্ভব নয়। সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। সাধারণ মানুষকে সচেতন করতে পুলিশ একাধিক কর্মসূচিও নিচ্ছে।

