Nadia: ‘TMC বিধায়কের ঘরের নীচে মধুচক্র…’, বিস্ফোরক অভিযোগ দলের নেতার, কী বললেন আলিফা আহমেদ

Kaligunj: নদিয়ার কালীগঞ্জ থানার পলাশীর ঘটনা। কালীগঞ্জ বিধানসভার তৃণমূল বিধায়কের বাড়ির নীচে রমরমিয়ে মধুচক্রের ব্যবসা চলছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। খবর সংগ্রহ করতে গেলে সংবাদমাধ্যমের উপর হামলা হয়েছে বলেও অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

Nadia: TMC বিধায়কের ঘরের নীচে মধুচক্র..., বিস্ফোরক অভিযোগ দলের নেতার, কী বললেন আলিফা আহমেদ
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 14, 2026 | 11:22 PM

নদিয়া: কালীগঞ্জে তামান্নার কথা সবাই জানেন। উপ নির্বাচনে তৃণমূলের জয়ের উল্লাসে ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয় ছোট্ট মেয়ে তামান্নার। যে বিধায়কের বিজয়োৎসবে এই ঘটনা ঘটেছিল, সেই আলিফা আহমেদ এবার শিরোনামে। তাঁর বাড়ির তলায় মধুচক্র চলছে বলে বিস্ফোরক অভিযোগ জানিয়েছেন, তৃণমূলেরই এক নেতা। খবর পেয়ে বুধবার সেই বাড়িতে গিয়েছিল পুলিশ। দুজনকে আটক করা হয়েছে। অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিধায়ক আলিফা আহমেদ। তাঁর দাবি, পুরোটাই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।

নদিয়ার কালীগঞ্জ থানার পলাশীর ঘটনা। কালীগঞ্জ বিধানসভার তৃণমূল বিধায়কের বাড়ির নীচে রমরমিয়ে মধুচক্রের ব্যবসা চলছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। খবর সংগ্রহ করতে গেলে সংবাদমাধ্যমের উপর হামলা হয়েছে বলেও অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

অভিযোগকারী তৃণমূল নেতা বলেন, “আলিফা আহমেদের বাড়ির ঠিক নীচে মধুচক্র চলছে। অবিলম্বে এটা বন্ধ করতে হবে। স্কুল-কলেজের মেয়েরাও এর সঙ্গে জড়িত। প্রশাসনের কাছে অনুরোধ, অবিলম্বে এটা বন্ধ করা হোক। প্রশ্ন উঠেছে, কীভাবে একজন জনপ্রতিনিধির নিজস্ব বাসভবনের নীচে প্রকাশ্যে এই ধরনের বেআইনি ব্যবসা চলতে পারে। বিষয়টি নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, অবিলম্বে এই মধুচক্রের ব্যবসা বন্ধ করতে হবে এবং এর সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তবে বিধায়ক আলিফা আহমেদ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তাঁর বাড়ির নীচে একটি ফ্যামিলি রেস্তোরাঁ আছে। সেখানে একজন মহিলা এসেছিলেন। কোনও একটা বিষটে কথা কাটাকাটির জেরেই পুলিশ গিয়েছিল বলে দাবি করেছেন তিনি। তাঁর দাবি, ভোট আসছে বলে তাঁর নাম জড়িয়ে বিজেপি এভাবে অপপ্রচার চালাচ্ছে। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার এই অভিযোগের কথা শুনে বলেছেন, “রাজ্যে অবৈধভাবে টাকা তোলার প্রক্রিয়া চলছে। এমন মধুচক্র না চললেই অবাক হতে হয়।”