Ration Shop: রেশন থেকে পেয়েছেন আটা, প্যাকেটের দিকে তাকাতেই মাথায় হাত গ্রাহকদের

Mahadeb Kundu | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 02, 2025 | 3:05 PM

Ration Shop: জানা গিয়েছে, গয়েশপুর থানার অন্তর্গত কাটাগঞ্জ এলাকাতেই রেশন ডিলার রেখা বিশ্বাস দোকান রয়েছে। তাঁর সরকারি অনুমোদিত ন্যায্য মূল্যের রেশন দোকান রয়েছে। বুধবার সকালে প্রতি সপ্তাহের মত গ্রাহকরা রেশন আনতে যান।

Ration Shop: রেশন থেকে পেয়েছেন আটা, প্যাকেটের দিকে তাকাতেই মাথায় হাত গ্রাহকদের
রেশনের দেওয়া আটার প্যাকেট হাতে নিতেই মাথায় হাত
Image Credit source: Tv9 Bangla

Follow Us

নদিয়া: প্রায় ষোলো-সতেরো দিন হয়ে গিয়েছে আটার মেয়াদ উত্তীর্ণ। প্যাকেটের গায়ে বড়-বড় করে তা লেখা রয়েছে। অভিযোগ, সেই মেয়াদ উত্তীর্ণ আটাই দেওয়া হচ্ছিল রেশন দোকান থেকে। আর তা ঘিরে তীব্র উত্তেজনা। বিক্ষোভ দেখাতে শুরু করলেন গ্রাহকরা। পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আটক অভিযুক্ত রেশন ডিলারের ছেলে। ঘটনাটি নদীয়ার কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর কাটাগঞ্জ এলাকায়।

জানা গিয়েছে, গয়েশপুর থানার অন্তর্গত কাটাগঞ্জ এলাকাতেই রেশন ডিলার রেখা বিশ্বাস দোকান রয়েছে। তাঁর সরকারি অনুমোদিত ন্যায্য মূল্যের রেশন দোকান রয়েছে। বুধবার সকালে প্রতি সপ্তাহের মত গ্রাহকরা রেশন আনতে যান। রেশন দোকান থেকে আটা পান গ্রাহকরা। কিন্তু আটার প্যাকেট হাতে নিয়েই চোখ কপালে ওঠার জোগাড়। পেয়েছেন পরবর্তীকালে তারা দেখেন সেই আটা সম্পূর্ণ মেয়াদ উত্তীর্ণ। এরপরেই গ্রাহকরা ওই রেশন ডিলারের কাছে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কল্যাণী থানার পুলিশ। পুলিশ এসে রেশন ডিলার রেখা বিশ্বাসের ছেলে বাপি বিশ্বাসকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে রেশন ডিলার রেখা বিশ্বাসের বৌমা সুজাতা বিশ্বাস বলেন, “প্রতিমাসে আমরা যে দ্রব্য গ্রাহকদের সরবরাহ করি। অবশিষ্ট যদি কিছু বেঁচে থাকে তা আমরা রিটার্ন করে দিই। কিন্তু গত মাসের যে জিনিসগুলো বেঁচে ছিল সেগুলো ফেরত দেওয়া হয়নি। যার কারণে ভুলবশত এই মাসে গ্রাহকদের দিয়ে দেওয়া হয়েছে।”

Next Article