Nadia: ঝড়ে উড়ল টিনের চালা, তছনছ ১০টি বাড়ি, সন্তান নিয়ে প্রাণে বাঁচল একাধিক পরিবার

Nadia: রাতের অন্ধকারে চরম আতঙ্কের মধ্যে থাকতে হয়েছে একাধিক পরিবারকে। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হিজুলী মুসলিম পাড়া এলাকার।

Nadia: ঝড়ে উড়ল টিনের চালা, তছনছ ১০টি বাড়ি, সন্তান নিয়ে প্রাণে বাঁচল একাধিক পরিবার
কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়িImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 28, 2025 | 10:24 PM

নদিয়া: আবহাওয়া দফতর আগেই বলেছিল বৃষ্টি হবে। সেই পূর্বাভাস মেনে জেলায়-জেলায় ঝড়-বৃ্ষ্টি হয়। সেই কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে উড়ে গেল দশটি ঘর। কোনও রকম প্রাণভয়ে পালিয়ে নিরাপদ স্থানে ঠাঁই নিল পরিবার। রাতের অন্ধকারে চরম আতঙ্কের মধ্যে থাকতে হয়েছে একাধিক পরিবারকে। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হিজুলী মুসলিম পাড়া এলাকার।

শনিবার রাতে হঠাৎ কালো মেঘে ছেয়ে যায় গোটা এলাকা। শুরু হয় ঝড়ো হাওয়া। এরপরই হঠাৎ কিছুক্ষণ দমকা হাওয়া বইতে থাকে। আচমকা কিছু বুঝে ওঠার আগেই বাড়ির চাল উড়ে চলে যায়। ছোট ছোট বাচ্চাদের নিয়ে প্রাণভয়ে ছুটে পালান এলাকাবাসী। এক-এক করে প্রায় ১০ টি বাড়ি ভেঙে তছনছ হয়ে যায়।

এলাকাবাসীর দাবি, রাতের অন্ধকারে কোনও রকমে পালিয়ে প্রাণে বেঁচেছেন তাঁরা। সেই কারণে আতঙ্কে এখনও তাঁদের মনের মধ্যে রয়েছে। তাঁদের দাবি এলাকার জনপ্রতিনিধিদের একাধিকবার বলার পরও সরকারি ঘর পায়নি। সেই কারণেই ভাঙা টিনের ঘরেই বসবাস করতে হয় তাঁদের। আগামী দিনে আরও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ দিকে, এই বিষয়ে গয়েশপুর পঞ্চায়েত প্রধান শ্যামল ঘোষ বলেন, “আমরাও খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছি। যত দ্রুত সম্ভব এই পরিবারগুলিকে যাতে আর্থিক সাহায্য দেওয়া যায় তার ব্যবস্থা করার চেষ্টা চলছে। আমরা আবেদন জানিয়েছি, এই সমস্ত পরিবার যাতে সরকারি ঘর পেতে পারে। সেই চেষ্টা করব।”