BSF threat: ‘পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়’, শান্তিপুরে BSF জওয়ানের পরিবার পেলেন হুমকি চিঠি

BSF threat: ঘটনাটি দেশের বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।যখন সীমান্তে ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি নিয়ে উত্তেজনা, ত্রিপুরায় বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে সেনা তৎপরতা চলছে, সেই সময় এমন হুমকি আধা সেনার পরিবারে  যা ভাবাচ্ছে সকলকে।

BSF threat: পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়, শান্তিপুরে BSF জওয়ানের পরিবার পেলেন হুমকি চিঠি
এই সেই চিঠিImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 11, 2025 | 1:39 AM

দেশজুড়ে যখন সীমান্তে উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক, ঠিক সেই সময় নদিয়ার শান্তিপুরে এক সেনা জওয়ানের বাড়িতে এল হুমকির চিঠি। যার জেরে চরম আতঙ্ক তৈরি হয়েছে। ‘পাকিস্তান ও বাংলাদেশের’ জয় হবে, এমন লেখা ওই চিঠি ঘিরে উঠছে বিস্তর প্রশ্ন। কে বা কারা এই কাজ করেছে। কেনই বা এক বীর সেনার পরিবারকে এইভাবে নিশানা করা হয়েছে?

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার অন্তর্গত এলাকায়। জানা গিয়েছে, সেনা জওয়ান বিশ্বজিৎ নাগ বর্তমানে কর্মরত রয়েছেন ত্রিপুরা সীমান্তে। বাড়িতে রয়েছেন স্ত্রী সুপর্ণা নাগ এবং তাঁদের দুই সন্তান। শুক্রবার সকালে বাড়ির উঠোন ঝাড় দিতে গিয়ে হঠাৎ একটি কাগজ চোখে পড়ে তাঁর স্ত্রীর। তাতে লেখা—”পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়, ত্রিপুরায় আছে বাংলাদেশিদের ধরছে, বাড়িতে একা আছে…।” এই চিঠি দেখেই আতঙ্কিত গোটা পরিবার।

বিশ্বজিৎ নাগের দাদা কাজল নাগ বলেন, “আমার ভাই দেশের জন্য সীমান্তে দাঁড়িয়ে আছে। আর সেই সময় তার পরিবার এমন হুমকির মুখে পড়বে, এটা অকল্পনীয়। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নিতে হবে।”বিষয়টি জানাজানি হতেই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কে বা কারা জড়িত তা স্পষ্ট নয়।

এদিকে ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপি নেতা সোমনাথ কর। তাঁর কথায়, “দেশজুড়ে ভারতবিরোধী শক্তি সক্রিয় হয়েছে। এটি শুধুমাত্র একটি পরিবার নয়, গোটা দেশের নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন। অবিলম্বে প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে।”

ঘটনাটি দেশের বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।যখন সীমান্তে ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি নিয়ে উত্তেজনা, ত্রিপুরায় বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে সেনা তৎপরতা চলছে, সেই সময় এমন হুমকি আধা সেনার পরিবারে  যা ভাবাচ্ছে সকলকে। উল্লেখ্য, এর আগে হুগলির ধনেখালিতে কাশ্মীরে কর্তব্যরত এক সেনার বাড়িতে এমন হুমকির চিঠি এসেছিল। যা নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল রাজ্য-রাজনীতি। এবার বাংলারই বিএসএফ কর্মীর বাড়িতে এই চিঠি আসায় তা যে যথেষ্ঠ চিন্তার সেইটাই মনে করা হচ্ছে।