Nadia: আমরা রাষ্ট্রবাদে বিশ্বাসী, তার জন্য যাঁরা প্রাণ দেবেন,আমরা কোনও ভেদাভেদ করব না: শুভেন্দু

Nadia: বিরোধী দলনেতা বলেন,"ঝন্টু আলী শেখের মরদেহ যখন এখানে আসে, সেই সময় শ্রদ্ধার সঙ্গে মরদেহ পৌঁছে দেওয়া হয়। গার্ড অব অনার দেওয়া হয়।এখানে স্থানীয় স্তরে দলমত নির্বিশেষে সবাই, এমনকী আমি যে রাজনৈতিক দলে বিশ্বাস করি, সেই দলের নেতারাও সামিল হয়েছেন।"

Nadia: আমরা রাষ্ট্রবাদে বিশ্বাসী, তার জন্য যাঁরা প্রাণ দেবেন,আমরা কোনও ভেদাভেদ করব না: শুভেন্দু
শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 03, 2025 | 8:32 PM

তেহট্ট: বদলা চাই। আর বদলার আগুনে ফুঁসছেন শহিদ জওয়ান ঝন্টু আলি শেখের পরিবার। উধমপুরে জঙ্গিদের গুলিতে শহিদ হন তেহট্টের পাথরঘাটার ছেলে ঝন্টু। তাঁরই হত্যার বদলা চান ঝন্টুর বাবা। মঙ্গলবার শহিদ জওয়ানের স্মৃতির উদ্দেশ্যে একটি স্মরণসভা আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিরোধী দলনেতা বলেন,”ঝন্টু আলী শেখের মরদেহ যখন এখানে আসে, সেই সময় শ্রদ্ধার সঙ্গে মরদেহ পৌঁছে দেওয়া হয়। গার্ড অব অনার দেওয়া হয়।এখানে স্থানীয় স্তরে দলমত নির্বিশেষে সবাই, এমনকী আমি যে রাজনৈতিক দলে বিশ্বাস করি, সেই দলের নেতারাও সামিল হয়েছেন। আমি আগেই আসতাম। তবে মুর্শিদাবাদে থাকার কারণে আসতে পারিনি। আমি অত্যন্ত খুশি যে তেহট্টের নাগরিকরা এই কর্মসূচির আয়োজন করেছে। আমি প্রতিরক্ষা দফতরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই জওয়ানের বাবাকে বলেছি, যে কোনও সাহায্য দরকার হলে আমাদের বলবেন। আমরা প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে কথা বলে উদ্যোগ নেব। আমরা রাষ্ট্রবাদে বিশ্বাসী। তাঁর জন্য যাঁরা প্রাণ দেবেন সেখানে আমরা কোনও ভেদাভেদ করি না।”

বস্তুত, ইতিমধ্যেই শহিদ জওয়ানের পরিবারকে আর্থিক সাহায্য করেছে রাজ্য সরকার। তবে পরিবারের দাবি, এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা বা অন্য কোনও সহযোগিতা মেলেনি শহিদের পরিবারের। স্বাভাবিকভাবে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে গোটা পরিবার।