Tehatta Left: তেহট্টে আবারও উড়ল লাল ঝান্ডা, কাছেই ঘেঁষল না তৃণমূল

Mahadeb Kundu | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 18, 2023 | 10:15 AM

Tehatta Left: তেহট্ট ১ ব্লকের ছিটকা পঞ্চায়েতের মৃগি কৃষি উন্নয়ন সমবায় সমিতি‌। ১৭ সেপ্টেম্বর, রবিবার ছিল ওই সমিতির নির্বাচন। সেখানে ৬২ টি আসন। মোট ভোটার সংখ্যা ছিল ১৬০৮ জন।

Tehatta Left: তেহট্টে আবারও উড়ল লাল ঝান্ডা, কাছেই ঘেঁষল না তৃণমূল
তেহট্টে নদিয়ায় সিপিএম
Image Credit source: TV9 Bangla

Follow Us

নদিয়া: প্রার্থীই দিতে পারেনি তৃণমূল। সমবায় সমিতির নির্বাচনে জয়ের ধারা বজায় রাখল সিপিএম। এমনকি তেহট্ট ১ ব্লকের মৃগি কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে একটা আসনেও প্রার্থী দিতে পারেনি তৃণমূল। ফলে বাকি দল প্রার্থী দিলেও জয়ী সেই বাম শিবির। তেহট্ট ১ ব্লকে পরপর সমবায় নির্বাচনে প্রায় সবকটিতেই জয়ী বাম শিবির।

তেহট্ট ১ ব্লকের ছিটকা পঞ্চায়েতের মৃগি কৃষি উন্নয়ন সমবায় সমিতি‌। ১৭ সেপ্টেম্বর, রবিবার ছিল ওই সমিতির নির্বাচন। সেখানে ৬২টি আসন। মোট ভোটার সংখ্যা ছিল ১৬০৮ জন। ওই আসনের মধ্যে আগেই ১৮ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় সিপিএম। বাকি ৪৪ টি আসনে সিপিএম ও বিজেপির নির্বাচনী লড়াই হয়। জানা গিয়েছে , এই সমবায় ছিটকা পঞ্চায়েতের অধীন , সেখানে পঞ্চায়েত নির্বাচনে বিরাট ব্যবধানে জয় পায় বিজেপি। সমবায় নির্বাচনে বিজেপি ক্ষমতা দখল করতে পারবে কি না, তা নিয়েও একটা জল্পনা তৈরি হয়েছিল। তবে পিছু হাঁটতে নারাজ ছিল সিপিএম। রবিবার নির্বাচনের শেষে ফলাফলে দেখা যায় ৬২ টি আসনের মধ্যে বামশিবির ৫০ এবং বিজেপি ১২ টি আসনে জয়ী হয়েছে।

তবে আশ্চর্যের বিষয় এই সমবায় নির্বাচনে একটা আসনেও প্রার্থী দিতে পারেনি তৃণমূল । তবে পঞ্চায়েত নির্বাচনে তেহট্ট ১ ব্লকে তৃণমূলের খারাপ ফলের কারণে নেতৃত্বের উদাসীনতা কাজ করেছে বলেও মত রাজনৈতিক মহলে। তবে সে কথা অবশ্য অস্বীকার করেছে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা । তিনি বলেন, “প্রার্থী দেওয়া হয়নি এমনটা নয় ! আসলে সমবায়গুলিতে সিপিএম তাঁদের নিজেদের আত্মীয় স্বজনদের সব ভোটার করে রেখেছে। ফলে সেখানে আমাদের প্রার্থী দেওয়া না দেওয়া সমান।”

কার্যত একই কথা বলেন নদিয়া জেলা উত্তর বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি অর্জুন বিশ্বাস। তাঁর বক্তব্য, “সমবায়ে ভোটার সব সিপিএমের ছিল। সেখান থেকে আমরা ৪৪ টি আসনে প্রার্থী দিতে পেরেছি। মানুষ যে ধীরে ধীরে আমাদেরকে ভরসা করছে, তা এই সমবায় নির্বাচন থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। ভবিষ্যতে ফল আরও ভালো হবে।”

সিপিএমের তেহট্ট উত্তর এরিয়া কমিটির সম্পাদক মানস মণ্ডল বলেন, “এই সমবায়ে মানুষ বাম প্রগতিশীল প্রার্থীদের জয়ী করেছেন। দুর্নীতি ও সাম্প্রদায়িক রাজনীতিকে ভোটাররা পরাস্ত করেছেন।”

প্রসঙ্গত, ২৯ অগাস্টই তেহট্টের কৃষি সমবায় সমিতির নির্বাচনে বিপুল জয় পায় বামেরা। মোট ৫০ আসনের মধ্যে ৪৪ আসনে জয়লাভ করলেন বাম প্রার্থীরা। বাকি মাত্র ৫টি আসন পায় তৃণমূল। তাহেরপুর পুরসভার উপনির্বাচন, পলাশীপাড়ার সমবায়ের পর তেহট্ট সমবায় নির্বাচনেও জয়ের হাসি হাসে বামেরা। রাজনৈতিক বিশ্লেষকদের কথায়, মূলত নিরঙ্কুশ জয় হয় তাদের। লাল পতাকা উড়িয়ে, আবির মেখে জয়ের আনন্দে মাতলেন বাম কর্মী সমর্থকরা।

Next Article