Tehatta Left Win: বাম দুর্গে দাঁত ফোটাতে পারল না তৃণমূল, তেহট্টের আকাশ ঢাকল লাল আবিরে

Mahadeb Kundu | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 29, 2023 | 11:51 AM

Tehatta Left Win: রবিবার নাটনা উচ্চ বিদ্যালয়ে নাটনা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের প্রতিনিধি নির্বাচন ছিল। মোট ভোটার সংখ্যা ছিল ১২৪১ জন। ১৯৬০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত এই সমবায় সমিতি ছিল বামেদের দখলে।

Tehatta Left Win: বাম দুর্গে দাঁত ফোটাতে পারল না তৃণমূল, তেহট্টের আকাশ ঢাকল লাল আবিরে
তেহট্টে জয়ী সিপিএম
Image Credit source: TV9 Bangla

Follow Us

তেহট্ট: কৃষি সমবায় সমিতির নির্বাচনে বিপুল জয় বামেদের। মোট ৫০ আসনের মধ্যে ৪৪ আসনে জয়লাভ করলেন বাম প্রার্থীরা। বাকি মাত্র ৫টি আসন পেয়েছে তৃণমূল। একটি পেয়েছে নির্দল। সদ্য হওয়া পঞ্চায়েত নির্বাচনে নাটনা পঞ্চায়েতে একক বৃহত্তম দল হলেও নাটনা কৃষি সমবায় উন্নয়ন সমিতির ভোটে প্রার্থী দিতে পারেনি বিজেপি। তেহট্টের নাটনা সমবায় সমিতির নির্বাচনের পর হাওয়ায় মিশল ফের লাল আবির।

রবিবার নাটনা উচ্চ বিদ্যালয়ে নাটনা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের প্রতিনিধি নির্বাচন ছিল। মোট ভোটার সংখ্যা ছিল ১২৪১ জন। ১৯৬০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত এই সমবায় সমিতি ছিল বামেদের দখলে। এরপর বামেদের বোর্ড ভেঙে দিয়ে নির্বাচন না করেই অস্থায়ী কমিটি তৈরি করে তৃণমূল। যা নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করে বাম নেতৃত্ব। পরে আদালতের নির্দেশে ওই কমিটি ভেঙে নির্বাচন করার নির্দেশ হয়।

আদালতের নির্দেশ মত রবিবার নির্বাচন অনুষ্ঠিত হলে বিপুল আসনে জয়লাভ করেন বাম প্রার্থীরা। শুধু নাটনা সমবায় সমিতি নয়, এর আগে তেহট্ট, চাদেরঘাট, ধোপট্ট সমবায় সমিতির দখল নেয় বাম নেতৃত্ব। রাজ্য ও বিভিন্ন সমবায় সমিতিগুলিতে তৃণমূলের দুর্নীতি দেখেই বাম প্রার্থীদের ভোট দিচ্ছেন বলে দাবি বাম নেতৃত্বের।

অন্যান্য রাজনৈতিক দলের দাবি, এই সমবায়ে সিপিএম এক ছত্রভাবে নিজেদের সমর্থক ও কর্মীদের দিয়ে ভোটার করেছে। ফলে অন্য কোন দলের ভোটার খুব বেশি থাকে না। সেই কারণে অন্যদের প্রার্থী ছিল না।

সিপিএমের তেহট্ট দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক সুবোধ বিশ্বাস বলেন, “মানুষ দুর্নীতিগ্রস্ত তৃণমূল ও সাম্প্রদায়িক বিজেপিকে আর চাইছে না। মানুষ চাই না সমবায়ে বিজেপি বা তৃণমূল পরিচালন সমিতিতে ক্ষমতায় আসে। এলেই তো চুরি শুরু করবে। সেই কারণে সিপিএমের উপর ভরসা রেখেছে মানুষ।”

তৃণমূলের শ্রমিক সংগঠনের তেহট্টের ব্লক সভাপতি নৃপেন্দ্র কৃষ্ণ ঘোষ বলেন, “বিজেপি গ্রাম পঞ্চায়েতে সংখ্যা গরিষ্ঠ দল । ওরাও লড়াই করেছে, আমরাও করেছি।” উল্লেখ্য, গত এপ্রিলে তেহট্টে অন্য একটি সমবায় সমিতির নির্বাচনেও বিপুল জয় পেয়েছিল সিপিএম।

Next Article