
নদিয়া: স্কুলের মধ্যে নির্মীয়মাণ অসমাপ্ত বিপজ্জনক অবস্থা রয়েছে ভবন। বছরের পর বছর পড়ে থাকতে থাকতে ঢালাই ভেঙে পড়েছে। বেরিয়ে আসছে রড। খুলে পড়ছে ইট। যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে গোটা বিল্ডিং। তারই মধ্যে স্কুলে চলছিল পঠন-পাঠন। এই খবর টিভি৯ বাংলা তুলে ধরতেই নড়েচড়ে বসল প্রশাসন। দফায় দফায় পর্যবেক্ষণে স্কুলে এলেন জেলা শিক্ষা দফতর ও প্রশাসনিক আধিকারিকরা।
রানাঘাট এক নম্বর ব্লকের তারাপুর গ্রাম পঞ্চায়েতের তারাপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। এ দিন বিপদজনক বিল্ডিংটি ভেঙে ফেলার কথা জানান আধিকারিকরা। আজ সকাল থেকেই শুরু হয়েছে পরিত্যক্ত ভবন ভেঙে ফেলার কাজ। এ দিকে, কাজ শুরু হতেই খুশি এলাকার মানুষ। দীর্ঘদিন ধরেই মানুষের দাবি ছিল স্কুলের পরিত্যক্ত বিল্ডিং ভেঙে ফেলার। অবশেষে টিভি নাইন বাংলার খবরের পরে প্রশাসনের এই উদ্যোগ গ্রহণ করায় খুশি এলাকার মানুষ।
এক অভিভাবক বলেন, “স্কুল বিল্ডিংয়ের যে ভগ্নদশা ছিল তা খুবই বিপজ্জনক অবস্থায় ছিল। সেটা ভেঙে ফেলার কাজ শুরু হওয়ায় আমরা খুশি। আজকে টেন্ডার ডাকা হয়েছে। কাজ দ্রুত শুরু হবে।”