Nadia: যাত্রী নিয়ে বেরিয়ে বচসা, গণপিটুনিতে টোটোচালকের মৃত্যুর অভিযোগ

Nadia: যাত্রী নিয়ে নিশ্চিন্তপুর এলাকা থেকে কয়েকজন সরস্বতী ঠাকুর দেখতে ওই টোটোয় যান। টোটোচালকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এক বাইকচালক। তারপরই তাঁকে গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে তেহট্ট মহুকুমার হাসপাতালে চিকিৎসার নিয়ে যাওয়া হয়।

Nadia: যাত্রী নিয়ে বেরিয়ে বচসা, গণপিটুনিতে টোটোচালকের মৃত্যুর অভিযোগ
তেহট্ট থানায় অভিযোগ দায়েরImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 27, 2026 | 6:03 PM

 নদিয়া: গণপিটুনিতে এক টোটোচালকের মৃত্যুর অভিযোগ। অভিযোগ দায়ের থানায়। কয়েক মাস আগেই ওই এলাকায় গণপিটুনির অভিযোগ উঠেছিল। দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের মৃত্যু হয়। এক জন এখনও হাসপাতালে ভর্তি। নদিয়ার তেহট্টের নিশ্চিন্তপুর এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম শক্তি হালদার।

যাত্রী নিয়ে নিশ্চিন্তপুর এলাকা থেকে কয়েকজন সরস্বতী ঠাকুর দেখতে ওই টোটোয় যান। টোটোচালকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এক বাইকচালক। তারপরই তাঁকে গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে তেহট্ট মহুকুমার হাসপাতালে চিকিৎসার নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সকালে ওই ব্যক্তির মৃত্যু হয়। তেহট্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার।

ওই একই এলাকায় কয়েক মাস আগে এক শিশু মৃত্যুকে কেন্দ্র করে গণপিটুনির জেরে দুজনের মৃত্যু হয়েছিল, সেই ঘটনায় এখনও চিকিৎসাধীন একজন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে যাত্রী নিয়ে টোটো নিয়ে বেরিয়েছিলেন, সেই সময় এক মোটরসাইকেল আরোহীর সঙ্গে তুচ্ছ কারণে ঝামেলা হয়। পরিবারের দাবি, সেই সময় ওই মোটর সাইকেল চালক দলবল ডেকে নিয়ে গিয়ে মারধর করতে থাকেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।