
নদিয়া: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) রেলমন্ত্রী থাকাকালীন ব্রডগেজ চালুর ঘোষণা করেছিলেন। তারপর কেটেছে প্রায় পনেরোটা বছর। সেই প্রতীক্ষার হল অবসান। শনিবার থেকে আমঘাটা থেকে কৃষ্ণনগর পর্যন্ত চালু হল তিনটি ইএমইউ ট্রেন। এবার থেকে রোজ চলবে এই ট্রেনগুলি।
আজ সাংসদ জগন্নাথ সরকারের হাত ধরে এই উদ্বোধন হয়। আমঘাটা স্টেশনে সবুজ পতাকা দিয়ে এই যাত্রার শুভ সূচনা হয়। তবে, এই ট্রেন উদ্বোধনের সময় স্থানীয় ‘রেল বাঁচাও কমিটির’ পক্ষ থেকে দাবি তোলা হয় যাতে এই ট্রেন আমঘাটায় না থেমে থেকে আগের ন্যারোগেজের মতোই নবদ্বীপ ঘাট পর্যন্ত চলে। এবং তারই ব্যবস্থা করতে হবে। এরপর এই দাবি মেনে নেন সাংসদ জগন্নাথ সরকার। তিনি প্রতিশ্রুতি দেন, যেইভাবে এই ট্রেন আমঘাটা পর্যন্ত চালু হয়েছে, ঠিক সেই রকমই পরবর্তীতে নবদ্বীপ ঘাট পর্যন্ত চলবে। রেললাইন সম্প্রসারণ করে ট্রেন চালানো হবে। তবে সেখানে রাজ্য সরকার রেলে জমি ফিরিয়ে দিতে না পারাতেই এই সমস্যা হচ্ছে। স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বলেন, “আমাদের ভাল লাগছে এই বিষয়ে কোনও সন্দেহ নেই। সারা নবদ্বীপবাসী আনন্দিত। এর আগে কোনও এক অদৃশ্য কারণে বন্ধ হয়ে গিয়েছিল। তবে ভারতীয় রেল যে আবারও চালু করল তা বলার অপেক্ষা রাখে না।”
রেল সূত্রে খবর, আপ ও ডাউন মিলিয়ে মোট তিনজোড়া ট্রেন চলবে। কৃষ্ণনগর থেকে ট্রেন ছাড়বে সকাল ৬টা বেজে ৪৫ মিনিট, দুপুর-১টা বেজে ৩০ মিনিট, রাত ৯টা বেজে ১৫ মিনিটে। অপরদিকে, আমঘাটা স্টেশন থেকে ট্রেন ছাড়বে সকাল ৭টা বেজে ৮ মিনিট, দুপুর ১টা বেজে ৫৩ মিনিট ও রাত ৯টা ৩৮ মিনিট।