Trinamool candidate: ভোটের দিনই কাদায় ফেঁসে গেল তৃণমূল প্রার্থীর গাড়ি, শেষ পর্যন্ত গামছা বেঁধে টেনে তুলল স্থানীয়রা

Trinamool candidate: প্রার্থীর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা ও দলের কর্মীরা প্রথমে গাড়িটি কাদা থেকে টেনে তোলার চেষ্টা করেন। বেশ কিছুক্ষণ টানাটানি করলেও লাভের লাভ কিছু হয়নি। তখনই এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।

Trinamool candidate: ভোটের দিনই কাদায় ফেঁসে গেল তৃণমূল প্রার্থীর গাড়ি, শেষ পর্যন্ত গামছা বেঁধে টেনে তুলল স্থানীয়রা
আটকে গেল গাড়িImage Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jun 19, 2025 | 7:06 PM

কালীগঞ্জ: বঙ্গে পা রেখেছে বর্ষা, সঙ্গে দোসর নিম্নচাপ। তারজেরে বিগত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি জেলায় জেলায়। বৃষ্টির মাঝেই উপনির্বাচন হয়ে গেল নদিয়ার কালীগঞ্জে। আর ভোটের মাঝেই এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থাকল ছোট চাঁদঘরের দীঘিপাড়া এলাকা। সকাল থেকেই ভোট পরিদর্শনে নানা এলাকায় ঘুরছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। গিয়েছিলেন দীঘিপাড়ায় ৬৪ নম্বর বুথে। কিন্তু, কে জানত সেখানই বেকায়দায় পড়তে হবে তাঁকে। জল-কাদায় আটকে গেল প্রার্থীর গাড়ি। শেষ পর্যন্ত টেনে তুলতে হাত লাগালেন স্থানীয় বাসিন্দারা। 

প্রার্থীর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা ও দলের কর্মীরা প্রথমে গাড়িটি কাদা থেকে টেনে তোলার চেষ্টা করেন। বেশ কিছুক্ষণ টানাটানি করলেও লাভের লাভ কিছু হয়নি। তখনই এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। গাড়িতে গামছা বেঁধে তা টেনে তুলতে শুরু করেন। 

প্রায় দশ থেকে পনেরো মিনিটের চেষ্টায় শেষ পর্যন্ত উদ্ধার করা যায় গাড়িটিকে। তারপর জল দিয়ে ধুয়ে নেওয়া হয় গাড়ির চাকা ও বডির নিচের অংশ। স্বাভাবিকভাবেই এ ঘটনায় প্রশ্ন উঠছে এলাকার রাস্তাঘাটের মান নিয়ে।