নদিয়া: পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই হিংসার উত্তাপ বাড়ছে জেলায় জেলায়। কখনও এলাকা দখলের লড়াই, আবার কখনও একেবারে পারিবারিক দ্বন্দ্ব। এবার বোমাবাজির অভিযোগ নদিয়ার (Nadia) ভালুকায়। অভিযোগ, শুক্রবার মুড়ি মুড়কির মতো বোমাবাজি হয়েছে এলাকায়। এই ঘটনার একজন গুরুতর আহত হন বলেও অভিযোগ। নদিয়ার ভালুকা আনন্দবাসে কোতোয়ালি থানার অন্তর্গত এলাকায় সরকারি রাস্তা নিয়ে গোলমালের জেরে গুরুতর আহত হন একজন। কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগ, গ্রামের একটি বাড়ির সামনে রাস্তা নিয়ে বচসা। এই বচসা দীর্ঘদিনের। এরইমধ্যে শুক্রবার এলাকায় বোমাবাজি শুরু হয়।
নার্গিস বিবি নামে এক মহিলার অভিযোগ, “জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে অশান্তি। বোমা নিয়ে ওরা রাস্তায় তাড়া করে বোমা মারে। আমার আত্মীয় মানা শেখ আহত হন। উনি মাঠে জল দিতে গিয়েছিলেন। হাতে একটা বোমা লাগে। ২০-২৫টা বোমা ছোড়া হয়।” আহতকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিন সকালেই নদিয়া জেলারই হাঁসখালিতে বোমাবাজির ঘটনা ঘটে। এক ব্যক্তিকে ভরা বাজারে গুলি করে খুন করার অভিযোগ ওঠে। হাঁসখালির ছোট চুপরি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম আমোদ আলি বিশ্বাস। প্রকাশ্য দিবালোকে আমোদকে একের পর এক গুলি করা হয় বলে অভিযোগ। দোকানে সে সময় তিনি পান কিনছিলেন।
বারবার এই ধরনের ঘটনায় সামাজিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গ্রামেগঞ্জে এত বোমা, এত গুলি কোথা থেকে আসছে তা নিয়েও প্রশ্ন বিভিন্ন মহলে। সামনে পঞ্চায়েত ভোট। এখন ভোটের দিনক্ষণ ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। তার আগে হিংসার চিত্রে ভীত সাধারণ মানুষ।