Nadia: ধূলো উড়িয়ে ছুটছিল বাইক, প্রতিবাদ করায় চলল গুলি!

Mahadeb Kundu | Edited By: সায়নী জোয়ারদার

May 20, 2023 | 8:31 PM

Nadia: অভিযোগ, সেই সময় অভিযুক্ত যুবক চলে গেলেও পরে লোকজন নিয়ে পালিতবেরিয়ায় চড়াও হন। অভিযোগ, সঙ্গে ছিল বোমা, গুলি। এসে হামলা করে।

Nadia: ধূলো উড়িয়ে ছুটছিল বাইক, প্রতিবাদ করায় চলল গুলি!
গুলিবিদ্ধ হাসপাতালে।

Follow Us

নদিয়া: রাস্তার ধারে বসেছিলেন পাড়ার ছেলেরা। দ্রুত গতিতে একটি বাইক ধুলো উড়িয়ে যাচ্ছিল। তারই প্রতিবাদ করায় চলল গুলি। শনিবার বিকেলের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কালিগঞ্জ (Kaligunj) থানা এলাকায়। অভিযোগ, দলিলপুরের এক যুবক বাইকে যাওয়ার সময় ধূলো ওড়াচ্ছিলেন। পালিতবেরিয়া গ্রামের কয়েকজন যুবক সে সময় রাস্তার ধারে বসেছিলেন। তাঁরা ধূলো ওড়ানোর প্রতিবাদে চিৎকার করে ওঠেন। দু’ এক কথায় বচসা বাধে। অভিযোগ, সেই সময় অভিযুক্ত যুবক চলে গেলেও পরে লোকজন নিয়ে পালিতবেরিয়ায় চড়াও হন। অভিযোগ, সঙ্গে ছিল বোমা, গুলি। এসে হামলা করে। এই ঘটনায় জখম হন আশাদুল শেখ নামে ৪৩ বছর বয়সী এক যুবক। তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলে কালিগঞ্জ থানার পুলিশ।

আহতের এক আত্মীয়ের কথায়, “আমাদের গ্রামের কাছে একটা খালের ধারে বিকেল হলেই সকলে ঘুরতে যায়। ওই লোকটা বাইকে যাচ্ছিলেন ধূলো উড়িয়ে। তাতে আমাদের ছেলেরা বারণ করেছে। এরপরই ঘুরে দাঁড়িয়ে গালিগালাজ করেন। পাল্টা ঝামেলা হয়। এরপর দলিলপুর থেকে মেশিন, বোমা নিয়ে এসে হামলা করে। আমার বড় জ্যেঠুর ছেলেকে মেরেছে। বুকের নীচে ডানদিকে গুলি লেগেছে।”

গুলিবিদ্ধ আশাদুলকে শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। তাঁর বুকের মধ্যে গুলি রয়েছে বলে অনুমান চিকিৎসকের।

Next Article