নদিয়া: বৌদি দাঁড়িয়েছেন বিজেপি-র হয়ে। তাই প্রচারেই ব্যস্ত ছিলেন প্রার্থীর দেওর। কিন্তু কয়েকদিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। সোমবার সকালে উদ্ধার হল ওই যুবকের দেহ। মৃতের নাম অষ্টম মণ্ডল (৩৪)। ধুবুলিয়া থানার পণ্ডিপুর এলাকার ঘটনা।
অভিযোগ, দলীয় কাজে যাচ্ছি বলে বেরিয়েছিলেন অষ্টম। কিন্তু আর ফেরেননি। সেই দিন থেকেই পরিবারের অনুমান ছিল যেহেতু তাঁর বৌদি বিজেপি-র প্রার্থী হয়েছে, সেই কারণে তাঁকে অপহরণ করা হয়েছে। ওই বুথে তৃণমূল জিতবে না জেনেই এই কাণ্ড ঘটিয়েছে।
এ দিন পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাদের দাবি পুলিশকে যখন বলা হয়েছে তখন ব্যবস্থা নেয়নি। লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। তাও পুলিশ গুরুত্ব দেয়নি পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে এই অভিযোগে তারা মৃতদেহ আটকে রাখেন। এই বিষয়ে কৃষ্ণনগর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র সন্দীপ মজুমদার বলেছেন, “অষ্ট মণ্ডল আমাদের প্রার্থীর আত্মীয় শুধু নয়, সে আমাদের এক জন কর্মীও। তৃণমূলের দুষ্কৃতীরাই ওকে অপহরণ ক খুন করেছে।”