Nadia: সাতসক্কাল থেকে কদম গাছের মগ ডালে উঠে বসে ছিলেন, বিশেষ খাবারের লোভ দেখিয়ে নামান হল তাঁকে… কোন খাবার জানেন?
Nadia: নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত উদয়পুর প্রাইমারি স্কুলের সামনে সোমবার সকালে এমনই ঘটনায় তাজ্জব এলাকাবাসী । কাঁধে ব্যাগ, হাতে লাঠি নিয়ে প্রায় চল্লিশ ফুট উঁচুতে কদম গাছের ডালে বসে থাকতে দেখা যায় এক যুবককে। তবে ওই যুবক গাছে কখন উঠেছেন জানেন না কেউ।

নদিয়া: সকালে মাঠে কাজে যাচ্ছিলেন। চোখ যায় গাছে! উঁচু গাছের একেবারে ডগায় উঠে বসে এক যুবক। গাছ থেকে কিছুতেই নামতে নারাজ বাবা জীবন! হাতে লাঠি, কাঁধে ব্যাগ নিয়ে চল্লিশ ফুট উপরে কদম গাছের ডালে বসে যুবক! অনেক কিছুই বোঝানো হয়েছে, কিছু বোঝেননি। শেষমেশ অনেক লোভনীয় খাবারের প্রলোভন দিয়ে নামানো হয় যুবককে।
নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত উদয়পুর প্রাইমারি স্কুলের সামনে সোমবার সকালে এমনই ঘটনায় তাজ্জব এলাকাবাসী । কাঁধে ব্যাগ, হাতে লাঠি নিয়ে প্রায় চল্লিশ ফুট উঁচুতে কদম গাছের ডালে বসে থাকতে দেখা যায় এক যুবককে। তবে ওই যুবক গাছে কখন উঠেছেন জানেন না কেউ। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, সোমবার সকালে গাছের নীচে একটি জামা পরে থাকতে দেখেন । পরে উপরে তাকিয়ে যুবককে দেখতে পেয়ে হতবাক হয়ে যান তাঁরা।
স্থানীয় বাসিন্দারা যুবককে বারবার নীচে নামার অনুরোধ করলেও তিনি রাজি হননি। এরপর বিষয়টি শান্তিপুর থানায় জানানো হলে পুলিশ ও দমকল দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। যুবকের হাতে লাঠি থাকায় দমকল কর্মীরা কাছাকাছি যেতে পারছিলেন না। দীর্ঘক্ষণ ধরে তাঁকে বোঝানোর চেষ্টা চলতে থাকে। প্রায় দু’ঘণ্টার চেষ্টার পর কাছের একটি দোকান থেকে খাবার এনে প্রলোভন দেখানো হলে , শেষ পর্যন্ত যুবক গাছ থেকে নীচে নামেন।
এরপর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। যুবকের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দমকল দফতরের কর্মীরা যুবক কদম গাছ থেকে চল্লিশ ফুট উপর থেকে নীচে নামায় স্বস্তি ফিরে পান।
