BSF: বাংলাদেশে ময়ূর পাচারের চেষ্টা, গ্রেফতার ১ যুবক

সূত্রের খবর, শনিবার রাতে দত্তপুলিয়া ভারত বাংলাদেশ সীমান্তে টহল দেওয়ার সময় বিএসএফ জওয়ানরা খেয়াল করে একটি খাঁচায় কিছু পাখি নিয়ে তার কাটা টপকে বাংলাদেশ যাওয়ার চেষ্টা করছে এক যুবক। এর পরই বিএসএফ কর্মীরা ওই যুবককে দাঁড়াতে বললে পালানোর চেষ্টা করে।

BSF: বাংলাদেশে ময়ূর পাচারের চেষ্টা, গ্রেফতার ১ যুবক
উদ্ধার হওয়া ময়ূরImage Credit source: TV9 Bangla

| Edited By: অংশুমান গোস্বামী

Sep 25, 2023 | 9:24 AM

রানাঘাট: বাংলাদেশে ময়ূর পাচারের চেষ্টা ব্যর্থ করল বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ। বাংলাদেশে পাচারের সময় ৭টি ময়ূর সহ এক যুবককে গ্রেফতার করলো বিএসএফ জওয়ানরা। শনিবার রাতে ধানতলা থানার ভারত বাঙলাদেশ সীমান্ত থেকে ময়ূর সহ ওই যুবককে গ্রেফতার করে বিএসএফ।

সূত্রের খবর, শনিবার রাতে দত্তপুলিয়া ভারত বাংলাদেশ সীমান্তে টহল দেওয়ার সময় বিএসএফ জওয়ানরা খেয়াল করে একটি খাঁচায় কিছু পাখি নিয়ে তার কাটা টপকে বাংলাদেশ যাওয়ার চেষ্টা করছে এক যুবক। এর পরই বিএসএফ কর্মীরা ওই যুবককে দাঁড়াতে বললে পালানোর চেষ্টা করে। সে সময় পড়ে গিয়ে গুরুতর জখমও হয়। পরে বিএসএফ কর্মীরা ওই পাখি সহ যুবককে গ্রেফতার করে ধানতলা পুলিশ এর হাতে তুলে দেয়। রবিবার ধৃত যুবককে রানাঘাট আদালতে তুলেছে ধানতলা পুলিশ। বাজেয়াপ্ত ময়ূর গুলি রানাঘাট বন দফতরের হাতে তুলে দিয়েছে ধানতলা পুলিশ।

এ বিষয়ে এক আধিকারিক বলেছেন, “১৯ বছরের এক যুবক ময়ূর পাচারের চেষ্টা করছিল। তাঁকে বিএসএফ ধরেছে। আদালতে তোলার পর বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।”