Durgapur: খসড়া তালিকায় নাম, তবুও ডাক শুনানি, ভয়ে কাঁপুনি ৭৯ বছরের বৃদ্ধার

Durgapur: স্ত্রী অসুস্থ, পায়ে ব্যথা কানেও কম শোনেন। অভিযোগ নির্বাচন কমিশন বিপাকে ফেলতে চাইছে তাঁদেরকে। কিভাবে যাবেন এখন ভেবে কুল পাচ্ছেন না এই দম্পতি । অসুস্থ পুষ্পলতা কেশ জানান, তাঁর ভয় লাগছে। তিনি জানিয়েছেন, ওষুধ খেয়ে কোনরকমে বেঁচে আছেন। তারপর আবার অত দূরে যাওয়ার জন্য বলা হচ্ছে। এখন কী করবেন খুঁজে পাচ্ছেন না।

Durgapur: খসড়া তালিকায় নাম, তবুও ডাক শুনানি, ভয়ে কাঁপুনি ৭৯ বছরের বৃদ্ধার
শুনানিতে ডাক পড়ায় আতঙ্কিতImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 24, 2025 | 5:46 PM

দুর্গাপুর: ২০০২ সালের ভোটার তালিকায় নাম আছে, খসড়া ভোটার তালিকাতেও নাম উঠেছে। তারপরেও ডাকা হয়েছে শুনানিতে। তাই ঠান্ডার মধ্যে ভয়ে কাঁপুনি ধরেছে ৭৯ বছরের বৃদ্ধার। দুর্গাপুরের কাঁকসার মলানদিঘি এলাকার এই ঘটনায় ক্ষোভ বাড়ছে পরিবারের লোকজনের। মলানদিঘির ২২১ নম্বর বুথের ভোটার পুষ্পলতা কেশ। তিনি শিশির কেশের স্ত্রী। প্রথম থেকেই এই এলাকার স্থায়ী বাসিন্দা। স্বামী শিশির কেশের দাবি সব জায়গাতেই নাম আছে তার স্ত্রীর। কিন্তু তারপরেও শুনানির বিজ্ঞপ্তি এসেছে।

স্ত্রী অসুস্থ, পায়ে ব্যথা কানেও কম শোনেন। অভিযোগ নির্বাচন কমিশন বিপাকে ফেলতে চাইছে তাঁদেরকে। কিভাবে যাবেন এখন ভেবে কুল পাচ্ছেন না এই দম্পতি ।
অসুস্থ পুষ্পলতা কেশ জানান, তাঁর ভয় লাগছে। তিনি জানিয়েছেন, ওষুধ খেয়ে কোনরকমে বেঁচে আছেন। তারপর আবার অত দূরে যাওয়ার জন্য বলা হচ্ছে। এখন কী করবেন খুঁজে পাচ্ছেন না।

তৃণমূলের বুথ লেভেল এজেন্ট অনন্তরূপ বন্দ্যোপাধ্যায় জানান, শুধু পুষ্পলতা কেশ নন রাজ্যের বিভিন্ন প্রান্তে অসুস্থ মানুষদের এভাবে বিপাকে ফেলছে নির্বাচন কমিশন। যাদের ভোটার তালিকায় নাম নেই তাদের যেমন ফর্ম ৬ পূরণ করানো হচ্ছে, তেমনি যাদের হেয়ারিংয়ে ডাকা হচ্ছে তাদেরও পাশে রয়েছে তৃণমূল ।

যদিও এই বিষয়ে কাঁকসার বিডিও সৌরভ গুপ্তা জানান, যাঁরা ফর্ম জমা দিয়েছেন, তাঁদের সকলের নাম আসবে অবশ্যই। শুনানিতে যদি বেশি বয়সের কারণে বা অসুস্থতার জন্য আসতে না পারেন তাহলে নির্বাচন কমিশনের পরবর্তী নির্দেশিকা মত কাজ করা হবে। তবে আতঙ্কের কোনো কারণ নেই বলে জানিয়েছেন তিনি ।