নরেন্দ্রপুর: একাধিক নাবালিকাকে দীর্ঘদিন ধরে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার এক প্রৌঢ়। নরেন্দ্রপুর থানা এলাকার ঘটনা। অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয় ওই অভিযুক্তকে। তবে এই ঘটনার কথা প্রকাশ হতেই যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। অভিযুক্তের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
মঙ্গলবার রাত নটা নাগাদ নরেন্দ্রপুর থানায় এসে অভিযোগ দায়ের করে এক নাবালিকার পরিবার। তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে আসার সময় অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। পাশাপাশি বুধবার সকালেও আরও এক নাবালিকার পরিবার থানায় দারস্থ হয়ে নতুন করে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত প্রৌঢ়ের বিরুদ্ধে এলাকার একাধিক নাবালিকাকে খাবার ও টাকার লোভ দেখিয়ে বাড়িতে ডেকে যৌন নির্যাতন করা অভিযোগ রয়েছে। এক নাবালিকা অসুস্থ হয়ে পড়ায়, পরিবারের লোকজন জানতে পারে বিষয়টি। এলাকায় এই খবর জানাজানি হতেই আরও বেশ কয়েকজন নাবালিকা তাদের পরিবারকে সাহস করে গোটা বিষয়টি জানায়।
ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বেলা ১২টা পর্যন্ত ২টি অভিযোগ জমা হয়েছে। বৃহস্পতিবার ধৃতকে বারুইপুর আদালতে পেশ করা হয়। পাশাপাশি ওই দুই নাবালিকার ইতিমধ্যেই শারীরিক পরীক্ষা করা হয়েছে বলে জানা যায়। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রৌঢ়। তিনি বলেন তাকে ফাঁসানো হয়েছে।