দেগঙ্গা: ফের মৃত্যু পঞ্চায়েত ভোটে। তৃণমূলের (TMC) মিছিলে বোমাবাজির (Bombing) অভিযোগ। যার জেরে মৃত্যু বছর সতেরোর এক নাবালকের। ঘটনার পর থেকেই উত্তপ্ত ওই এলাকা। অভিযোগ উঠছে আইএসএফ এর দিকে। এই ঘটনায় পাঁচজনকে আটক করেছে দেগঙ্গা থানার পুলিশ (Deganga Police Station)। যদিও, এই বিষয়ে আইএসএফ-এর কোনও প্রতিক্রিয়া মেলেনি।
ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার দেঙ্গার শোয়াইসেতপুর গ্রাম পঞ্চায়েতের গার্টি এলাকা। জানা গিয়েছে, মঙ্গলবার রাত্রিবেলা সেখানে তৃণমূল কর্মী-সমর্থকরা মিটিং মিছিল করছিলেন। তখনই আচমকা বোমা মারার অভিযোগ ওঠে ওই মিছিলে। যার জেরে মৃত্যু হয় ওই নাবালকের।
জানা গিয়েছে, মৃত নাবালক একাদশ শ্রেণিতে পড়ত। সে তৃণমূল সমর্থক। এই নিয়ে ভোটে হিংসার বলি ১৪ জন। এই ঘটনায় জড়িত ব্যক্তি বুধবার তোলা হবে বারাসত আদালতে। এলাকার তৃণমূল নেতা বলেন, “আমাদের মিছিল যাচ্ছিল। সেই সময় আইএসএফ-এর হার্মাদরা বোমাবাজি করে। বোমা ছোড়ে। এর জন্য উপযুক্ত শাস্তি চাই।
বস্তুত, গতকাল প্রথমে এই এলাকায় পতাকা লাগানো নিয়ে আইএসএফ ও তৃণমূল কর্মীদের মধ্যে গণ্ডগোল হয়। সেই গণ্ডগোল বোমাবাজিতে পরিণত হয়। ঘটনার জেরে দুজন আটক হয়। এরপরই এই ঘটনার রেশ গিয়ে পড়ে তৃণমূলের মিছিলের উপর। অভিযোগ, সেই মিছিলে আইএসএফ বোমা মারে। আর তারপরই মৃত্যু হয় ওই নাবালকের।