Panihati: পানিহাটিতে গঙ্গায় স্নানে নেমে তলিয়ে গেলেন উত্তরপ্রদেশের ২ যুবক

Panihati: এলাকার বাসিন্দাদের দাবি, এ দিন পাঁচজন বন্ধু আসেন এই গঙ্গার ঘাটে। তার মধ্যে হঠাৎই দু'জন যুবক স্নান করতে নামেন গঙ্গায়। সেই সময় গঙ্গায় তলিয়ে যান তাঁরা। বিষয়টি নজরে পড়ে বাকি বন্ধুদের।

Panihati: পানিহাটিতে গঙ্গায় স্নানে নেমে তলিয়ে গেলেন উত্তরপ্রদেশের ২ যুবক
গঙ্গায় ডুবে গেল দুই যুবক Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 13, 2025 | 6:00 PM

পানিহাটি: পানিহাটিতে স্নানে নেমে গঙ্গায় তলিয়ে গেলেন দুই যুবক। উদ্ধার একজনের মৃতদেহ। অন্য জনের খোঁজে তল্লাশি চলছে গঙ্গায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার তিন নম্বর ওয়ার্ড ত্রাণনাথ বাবুর ঘাটের ঘটনা। ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি অভিযান।

এলাকার বাসিন্দাদের দাবি, শনিবার রাত দু’টো নাগাদ পাঁচজন বন্ধু আসেন এই গঙ্গার ঘাটে। তার মধ্যে হঠাৎই দু’জন যুবক স্নান করতে নামেন গঙ্গায়। সেই সময় গঙ্গায় তলিয়ে যান তাঁরা। বিষয়টি নজরে পড়ে বাকি বন্ধুদের। তাঁরা চিৎকার শুরু করেন। সেই শুনে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। এই গোটা ঘটনার বিষয় তৎক্ষণাৎ খবর দেওয়া হয় খড়দহ থানার পুলিশকে। পুলিশ এসে ডুবুরি নামিয়ে একজনের দেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম অনুরাগ পাল (২৭)। তবে এখনও অধরা আদিত্য  পাল নামে অন্য জনের দেহ। তাঁর জন্যই গঙ্গায় ডুবুরি নামিয়ে তল্লাশি চালাচ্ছে খড়দহ থানার পুলিশ। জানা গিয়েছে, গঙ্গায় তলিয়ে যাওয়া যুবকদের বাড়ি উত্তরপ্রদেশে শাহাজানপুর গ্রামে। স্থানীয় বাসিন্দা কটক রায় বলেন, “রাত দু’টোর সময় পাঁচজন মিলে স্নানে আসেন। হঠাৎ শুনি বাঁচাও-বাঁচাও চিৎকার। আমি বাইরে বেরিয়ে দেখি কতগুলো ছেলে ডুবে যাচ্ছে। আর বাকিরা চিৎকার করছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। আজ ভোর থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে। আমি যতদূর জানতে পেরেছি ওরা একই পরিবারের দাদা-ভাই।”