Sandeshkhali: নাবালিকার সঙ্গে ৬ মাসের প্রেম! উঠল গুরুতর অভিযোগ, শ্রীঘরে ৩২ বছরের ‘প্রেমিক’

Sandeshkhali: খবর জানাজানি হতেই তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। নাবালিকার পরিবারের স্পষ্ট অভিযোগ, মাস ছয়েক আগে থেকেই তাঁদের মেয়ের সঙ্গে ৩২ বছরের ওই যুবকের মেলামেশা বাড়তে থাকে।

Sandeshkhali: নাবালিকার সঙ্গে ৬ মাসের প্রেম! উঠল গুরুতর অভিযোগ, শ্রীঘরে ৩২ বছরের প্রেমিক
প্রতীকী ছবি

| Edited By: জয়দীপ দাস

Aug 06, 2025 | 2:02 PM

সন্দেশখালি: পরিচয় দীর্ঘদিনের। ধীরে ধীরে বাড়তে থাকে ভাললাগা, তা গড়ায় প্রেমে। ৬ মাস আগে থেকে প্রণয়ের সম্পর্ক। প্রেমিকের বয়স ৩২, প্রেমিকা ১৭। বাড়িতেও জানাজানি হয়। কিন্তু, ৬ মাসের মধ্যেই জেলে যেতে হল যুবককে। তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে নাবালিকার পরিবারের সদস্যরা। দায়ের হয়েছে ধর্ষণের অভিযোগ। অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার কিশোরীর সঙ্গে সহবাস করেছে ওই যুবক। অভিযোগ পেতেই নড়েচড়ে বসে পুলিশ। গ্রেফতারও করা হয়েছে অভিযুক্তকে। ঘটনা সন্দেশখালি থানা এলাকার। 

খবর জানাজানি হতেই তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। নাবালিকার পরিবারের স্পষ্ট অভিযোগ, মাস ছয়েক আগে থেকেই তাঁদের মেয়ের সঙ্গে ৩২ বছরের ওই যুবকের মেলামেশা বাড়তে থাকে। বিয়ের প্রতিশ্রুতিও দেয়। কিন্তু বেশ কিছুদিন থেকেই আর বিয়ে করতে চাইছেন না। 

মঙ্গলবার নাবালিকার পরিবারের সদস্যরা সন্দেশখালি থানায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে জেলেখালি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বুধবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হচ্ছে।