
হাবরা: পরপর চার শিশুর মৃত্যু হাবরার বেসরকারি নার্সিংহোমে। জেলা স্বাস্থ্য দফতরের কাছে খবর পৌঁছতেই নার্সিংহোম বন্ধ রাখার নির্দেশ। একটি নোটিস জারি করে বেসরকারি ওই নার্সিংহোমটি বন্ধ রাখতে বলেছেন এসডিও বারাসত। স্বাস্থ্য দফতরের নির্দেশ মতো নোটিস পাওয়ার পর নার্সিংহোম বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তবে কী কারণে এই শিশুদের মৃত্যু হয়েছে তা জানা যায়নি।
জানা যাচ্ছে, নভেম্বর মাসে হাবরার বেসরাকারি এই নার্সিংহোমে তিন সদ্যোজাত জন্মানোর পর অসুস্থ হয়ে পড়ে। তাদের নিয়ে যাওয়া হয় ফুলবাগান শিশু হাসপাতালে। সেখানে মৃত্যু হয় তাদের। এরপর আরও এক সদ্যোজাতর হাবরার বেসরকারি এই হাসপাতালে জন্মানোর পর অসুস্থ হয়ে পড়ে। তাকে কলকাতার বি সি রায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরই মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে হাবরা থানায় লিখিত অভিযোগ জানানো হয়। মৃত্যুর খবর কানে যায় জেলা স্বাস্থ্য দফতরের। এরপর বৃহস্পতিবার স্বাদ্য দফতরের দল পরিদর্শনে আসেন। সূত্রের খবর, এর আগেও এই নার্সিংহোমের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। সেই সমস্ত অভিযোগগুলি শুধরে নেওয়া হয়েছে কি না তা জানতে চেয়েছেন আধিকারিকরা। পরবর্তীতে নার্সিংহোম বন্ধের নোটিস জারি করা হয়।
এই বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ মলয় রায় বলেন, “নির্দেশ অবশ্যই মানা হবে। বেশিরভাগ স্বাস্থ্য কর্মীদের বসিয়ে দেওয়া হয়েছে। যেদিন থেকে আবার বলবে চালু করতে সেদিন থেকে শুরু নার্সিংহোম চলবে।”