
স্বরূপনগর: এসআইআরের আবহে চোরাপথে বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় সীমান্তে ফের ধরা পড়লেন বাংলাদেশিরা। গতকাল উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের তারালি সীমান্ত থেকে ১১ জন বাংলাদেশি নাগরিককে পাকড়াও করেছিল বিএসএফ(BSF)। তার ২৪ ঘণ্টার মধ্যে স্বরূপনগরের সীমান্তে আরও ৪৫ জন বাংলাদেশি নাগরিককে ধরল সীমান্ত সুরক্ষা বাহিনী।
জানা গিয়েছে, চোরাপথে ভারতে ঢুকেছিলেন এই ৪৫ জন। তারপর ভারতের বিভিন্ন প্রান্তে নানা কাজে যুক্ত ছিলেন তাঁরা। বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) ঘোষণার পর চোরাপথে বাংলাদেশে ফেরত যাওয়ার চেষ্টা করেন। আর সেই চেষ্টার সময় গতকাল ১১ জনকে ধরেছিল বিএসএফ। এবার আরও ৪৫ জনকে ধরল তারা। ধৃতদের এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।
বিজেপি লাগাতার অভিযোগ করছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বাংলায় আশ্রয় নিয়েছে। এখানে ভোটও দিচ্ছে তারা। এসআইআর হলে সেইসব বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়বে বলে তাদের বক্তব্য।
বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে পাল্টা কেন্দ্র ও বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল। রাজ্যের শাসকদলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “আজকে বাংলাদেশি নাগরিকরা সেদেশে ফেরত যাওয়ার সময় ধরছে বিএসএফ। কিন্তু, যখন তারা অনুপ্রবেশ করেছিল, তখন বিএসএফ কোথায় ছিল? বিএসএফ কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল? নাকি টাকাপয়সা খেয়ে এদের আশ্রয় দিয়েছিল? যদি এরা বেআইনিভাবে ঢুকে থাকে এবং আজকে ভয় পেয়ে পালাচ্ছে, প্রথম প্রশ্ন হবে, এরা ঢুকল কীভাবে?”
এদিকে, সীমান্ত সুরক্ষায় আরও তৎপর হয়েছে বিএসএফ। বিশেষ করে সীমান্তের যেসব এলাকায় কাঁটাতার নেই, সেখানে বাড়তি নজরদারি চালানো হচ্ছে বলে বিএসএফ জানিয়েছে।