SIR Death: শুনানি কেন্দ্রে হঠাৎ হার্ট-অ্যাটাক, মৃত্যু ৬৩-র বৃদ্ধার

North 24 Pargana: নৈহাটি বিধানসভার জেঠিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ৭৭ নং বুথের বাসিন্দা ৬২ বছরের রত্না চক্রবর্তী। তাঁরই মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, প্রথমে তাঁকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে জহরলাল নেহেরু মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়।তৃণমূল বিধায়ক সনত দে-র  স্পষ্ট অভিযোগ, SIR প্রশ্নের উত্তর দিয়েই তিনি ঘাবড়ে যান। এরপর হার্ট অ্যাটাক হয়।

SIR Death: শুনানি কেন্দ্রে হঠাৎ হার্ট-অ্যাটাক, মৃত্যু ৬৩-র বৃদ্ধার
মৃত্যু আবারওImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 06, 2026 | 11:51 PM

ব্যারাকপুর:খসড়া তালিকায় নেই নাম। সেই কারণে ডাক পড়েছিল শুনানিতে। আর শুনানিতে এসেও গিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। ব্যারাকপুর ২নং বিডিও অফিসের হেয়ারিং শুনানিতে এসে প্রথমে হার্টঅ্যাটাক। তারপর মৃত্যু।

নৈহাটি বিধানসভার জেঠিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ৭৭ নং বুথের বাসিন্দা ৬২ বছরের রত্না চক্রবর্তী। তাঁরই মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, প্রথমে তাঁকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে জহরলাল নেহেরু মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়।তৃণমূল বিধায়ক সনত দে-র  স্পষ্ট অভিযোগ, SIR প্রশ্নের উত্তর দিয়েই তিনি ঘাবড়ে যান। এরপর হার্ট অ্যাটাক হয়। তিনি বলেন, “SIR এর শুনানিতে এসে জিজ্ঞাসাবাদের পরই রত্নাদেবী অসুস্থ বোধ করেন। এরপর তাঁকে কল্যাণী জহর লাল নেহেরু মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু ঘটে।” তবে বিধায়কের স্পষ্ট অভিযোগ, অভিযোগ SIR প্রশ্নের উত্তর দিয়েই তিনি ঘাবড়ে যান। এরপর হার্ট অ্যাটাক হয়।”

বস্তুত, বাংলাজুড়ে এসআইআর নিয়ে অভিযোগ কম নেই। একাধিক পরিবার অভিযোগ করেছে, এসআইআর আতঙ্কে পরিজনদের হারিয়েছে তারা। এই আবহের মধ্যেই মর্মান্তিক ঘটনা ঘটে গেল ব্যারাকপুরে। তবে গত রবিবার দক্ষিণ ২৪ পরগনাতেও এক বৃদ্ধের মৃত্যু। শুনানিতে ডাক আসতেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি বলে দাবি পরিবারের। অক্সিজেনের নল গুঁজে এসেছিলেন হাজিরা দিতে। তবে যাতায়াতের ধকলে মৃত্যু জয়নগরের সেই বৃদ্ধের। ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় হয় এলাকা। তারপর ফের এক বৃদ্ধার মৃত্যু।