Bangaon: ঝগড়ার মাঝেই ইট-হাতুড়ি দিয়ে আঘাত বৌদি-ভাইপোর, লুটিয়ে পড়লেন ব্যক্তি

Bangaon: মৃত ব্যক্তির বউমা মুসলিমা মণ্ডল বলেন, "জায়গা নিয়ে কথা কাটাকাটি হওয়ার সময় আমার শ্বশুরমশাইকে চড় মারে তাঁর বৌদি। তারপর ইয়ানুর শ্বশুরমশাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। মা-ছেলে মিলে মারধর করে। ইট, হাতুড়ি দিয়ে মারে। আমার শ্বশুরমশাই লুটিয়ে পড়েন।"

Bangaon: ঝগড়ার মাঝেই ইট-হাতুড়ি দিয়ে আঘাত বৌদি-ভাইপোর, লুটিয়ে পড়লেন ব্যক্তি
কান্নায় ভেঙে পড়েছেন মৃতের মেয়ে ও বৌমাImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Mar 12, 2025 | 4:26 PM

বনগাঁ: সামান্য কথা কাটাকাটি। সেখান থেকেই মারধর। ইট ও হাতুড়ি দিয়ে একের পর এক আঘাতের অভিযোগ। মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির বৌদি ও ভাইপোর বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। মৃত ব্যক্তির নাম হানেফ মণ্ডল। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার চাঁদা জামতলা এলাকায়।

জানা গিয়েছে, পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে দুই পরিবারের। এদিন সকালে জমি নিয়ে হানেফ মণ্ডলের সঙ্গে ঝামেলা বাধে তাঁর বৌদি আজিফা মণ্ডল ও ভাইপো ইয়ানুর মণ্ডলের। মৃতের পরিবারের সদস্যদের দাবি, ইয়ানুর ও তাঁর মা আজিফা অকথ্য ভাষায় হানেফকে গালিগালাজ করেন এবং তাঁর উপরে চড়াও হন। মাটিতে ফেলে তাঁকে ইট ও হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। হানেফ মাটিতে লুটিয়ে পড়লে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকরা হানেফকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত ব্যক্তির বউমা মুসলিমা মণ্ডল বলেন, “জায়গা নিয়ে কথা কাটাকাটি হওয়ার সময় আমার শ্বশুরমশাইকে চড় মারে তাঁর বৌদি। তারপর ইয়ানুর শ্বশুরমশাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। মা-ছেলে মিলে মারধর করে। ইট, হাতুড়ি দিয়ে মারে। আমার শ্বশুরমশাই লুটিয়ে পড়েন। আমরা বুঝতে পারিনি, উনি সেখানে মারা গিয়েছেন। হাসপাতালে নিয়ে এলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন।” বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানান।

ইতিমধ্যে বিষয়টি নিয়ে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছে হানেফের পরিবার। এই ঘটনায় অভিযুক্ত ইয়ানুর মণ্ডল এবং তাঁর মা আজিফা মণ্ডলকে আটক করেছে বনগাঁ থানার পুলিশ।