Bangaon: প্রেমিকের সঙ্গে সংসার পেতেছে স্ত্রী, মানতে না পেরে স্বামী যা করলেন…শিউরে উঠলেন সবাই
Bangaon: অভিযোগ, সোমবার সন্ধ্যায় রতনের বাড়িতে যান শুকদেব। দীপু তখন টিভি দেখছিলেন। সেই সময় পিছন দিক থেকে ছুরি দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপ মারতে থাকেন শুকদেব। তারপর নিজের পেটেও ছুরি দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন।

গোপালনগর: প্রেমিকের সঙ্গ পালিয়ে এসে নতুন করে সংসার পেতেছিলেন স্ত্রী। অভিযোগ, সেই আক্রোশে প্রেমিকের বাড়িতে এসে স্ত্রীকে কুপিয়ে খুন করলেন স্বামী। স্ত্রীকে খুনের পর নিজের পেটেও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার পাল্লায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে গোপালনগর থানার পুলিশ।
মৃত মহিলার নাম দীপু মিস্ত্রি। তাঁর স্বামীর নাম শুকদেব বিশ্বাস। জানা গিয়েছে, বছরখানেক আগে গোপালনগরের বাসিন্দা শুকদেব বিশ্বাসের সংসারে সন্তান রেখে হরিশপুরের রতন মণ্ডলের হাত ধরে নতুন করে সংসার পাতেন দীপু মিস্ত্রি। তবে শুকদেবের সঙ্গে দীপুর বিবাহ বিচ্ছেদ হয়নি। স্ত্রীর নতুন করে এই সংসার পাতার ঘটনা মানতে পারেননি শুকদেব। যা নিয়ে মাঝেমধ্যেই অশান্তি হত। সংসারে ফিরে যাওয়ার জন্য বেশ কয়েকবার স্ত্রীকে নিতে এসেছিলেন শুকদেব। কিন্তু দীপু তাঁর সঙ্গে যাননি।
অভিযোগ, সোমবার সন্ধ্যায় রতনের বাড়িতে যান শুকদেব। দীপু তখন টিভি দেখছিলেন। সেই সময় পিছন দিক থেকে ছুরি দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপ মারতে থাকেন শুকদেব। তারপর নিজের পেটেও ছুরি দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। রক্তাক্ত অবস্থায় তাঁদের বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা দীপুকে মৃত বলে ঘোষণা করেন। শুকদেব বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে রতনের পরিবার ও প্রতিবেশীরা।
এই খবরটিও পড়ুন




রতন মণ্ডলের বৌদি নমিতা মণ্ডল বলেন, “আমরা টিভি দেখছিলাম। কখন যে ওই ব্যক্তি বাড়িতে ঢুকে পড়েছেন বুঝতে পারিনি। এসেই দীপুকে এলোপাথাড়ি ছুরির কোপ মারতে থাকে। আমরা আতঙ্কিত হয়ে পড়ি। কেউ এগিয়ে এলে তাঁকে মারবে বলে ভয় দেখায়। এর আগেও একাধিকবার শুকদেব এসে দীপুকে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু, দীপু যায়নি।” শুকদেবের সংসার ছেড়ে তাঁর দেওর রতনকে বছরখানেক আগে দীপু বিয়ে করেন বলে দাবি করেন নমিতা।
পাল্লা গ্রাম পঞ্চায়েতের সদস্য মঞ্জু বালা বলেন, “আগের স্বামীকে ছেড়ে রতন মণ্ডলকে কয়েকমাস আগে বিয়ে করেন ওই মহিলা। সেইসময় একবার ঝামেলা হয়েছিল। তারপর গতকাল ওই মহিলার আগের স্বামী ছুরি নিয়ে এসে হামলা চালায়। এমনকি, স্থানীয় বাসিন্দারা এগিয়ে গেলে ওই ব্যক্তি হুমকি দেন, যে সামনে আসবে তাঁকেও কোপাব। ভয়ে কেউ এগিয়ে যেতে পারেননি।”





