
বনগাঁ: জাল সার্টিফিকেট ব্যবহার করে পঞ্চায়েত প্রধান। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা হওয়ার পর ইস্তফা দিলেন ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান।
উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উমা ঘোষ। হঠাৎ এ তিনি নিজের পদ থেকে ইস্তফা দিলেন। যা নিয়ে ছড়িয়েছে জল্পনা। জানা গিয়েছে, ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বনগাঁ মহকুমা কমিটির’ পক্ষ থেকে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। এরপরই দেখা গেল তিনি পদ থেকে ইস্তফা দিয়েছেন। যদিও, শারীরিক অসুস্থতার কারণে ইস্তফা দিয়েছেন বলে জানিয়েছেন উমা। তিনি বলেন, “আমি দলকে জানিয়েছি। দীর্ঘদিন ধরে ভুগছিলাম অসুস্থতায়। কিন্তু ওঁরা আমায় ছাড়তে চাননি। কৃতজ্ঞ দলের কাছে। তারপর মিটিং ডাকা হয়।”
প্রাক্তন পঞ্চায়েত প্রধান এও জানিয়েছেন, তিনি চলতি মাসের ৫ তারিখে বনগাঁর বিডিওর কাছে ইস্তাফা পত্র জমা দিয়েছেন। ২০ তারিখে তার ইস্তফা গ্রহণ হয়। তবে কোর্টের বিষয় নিয়ে খুব একটা মুখ খোলেননি। বলেছেন, “এটা কোর্টের বিষয় এটা নিয়ে কিছু বলতে পারব না। আমি শারীরিক অসুস্থতার কারণেই ইস্তফা দিয়েছি।”
এই বিষয়ে ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের’ বনগাঁ মহকুমা কমিটির সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস জানিয়েছেন,”আমরা ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান এসসি সার্টিফিকেট জাল বলে অভিযোগ করেছিলাম। কিন্তু উনি কেন ইস্তফা দিয়েছেন আমাদের জানা নেই। দু’একদিনের মধ্যে জানা যাবে।”