Bhatpara: সামান্য বচসা থেকে পিটিয়ে খুন, কী হচ্ছে ভাটপাড়ায়?

Bhatpara: পিটিয়ে খুনের এই ঘটনায় রাজনীতির যোগ নেই বলে মন্তব্য করলেন ভাটপাড়া তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবজ্যোতি ঘোষ। তিনি বলেন, "এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। সম্পূর্ণ পারিবারিক ঝামেলার জেরে এই ঘটনা। প্রশাসন তার নিজের মতো ব্যবস্থা নেবে।"

Bhatpara: সামান্য বচসা থেকে পিটিয়ে খুন, কী হচ্ছে ভাটপাড়ায়?
মৃত মহম্মদ হামিদImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 01, 2025 | 7:56 PM

ভাটপাড়া: বচসার জের। ভাটপাড়ায় এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। ভাটপাড়ার ৮ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে। মৃত যুবকের নাম মহম্মদ হামিদ। তাঁকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে মহম্মদ ভীমা নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

জানা গিয়েছে, মৃত যুবক ও অভিযুক্ত দূর সম্পর্কের আত্মীয়। তাঁরা একই বাড়িতে থাকতেন। সোমবার দু’জনের মধ্যে বচসা বাধে। বচসা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, হামিদকে বেধড়ক মারধর করেন মহম্মদ ভীমা। গন্ডগোল দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। হামিদকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে হাসপাতালেই মৃত্যু হয় হামিদের।

এভাবে বচসার জেরে পিটিয়ে খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এর আগেও বিভিন্ন সময় ভাটপাড়ায় অশান্তির খবর সামনে এসেছে। গত বছরের নভেম্বরে ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল সভাপতি অশোক সাউকে চায়ের দোকানে ঢুকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এদিনের এই পিটিয়ে খুনের ঘটনায় মৃত ও অভিযুক্ত তৃণমূলের সমর্থক বলে জানা গিয়েছে।

পিটিয়ে খুনের এই ঘটনায় রাজনীতির যোগ নেই বলে মন্তব্য করলেন ভাটপাড়া তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবজ্যোতি ঘোষ। তিনি বলেন, “এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। সম্পূর্ণ পারিবারিক ঝামেলার জেরে এই ঘটনা। প্রশাসন তার নিজের মতো ব্যবস্থা নেবে।” দোষী ব্যক্তি ছাড়া পাবে না বলে মন্তব্য করেন তিনি।

ভাটপাড়ায় বারবার হিংসার ঘটনা নিয়ে বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে বলেন, “গোটা ব্যারাকপুরে কখন কী হবে, তার নিশ্চয়তা নেই। মানুষের মনে কোনও ভয় নেই। যেকোনও লোক, যেকোনও লোককে মারধর করছে। পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না।” তবে এই ঘটনায় কোনও রাজনৈতিক যোগ নেই বলে মেনে নেন তিনি।